Advertisment

Facebook's strong action ahead of Pakistan polls: হাফিজ সইদের দলের অ্যাকাউন্ট সরালো ফেসবুক

Facebook's strong action ahead of Pakistan polls: ভোটের আগে পাকিস্তানে হাফিজ সইদের মিল্লি মুসলিম লিগ(এমএমএল)-এর বহুসংখ্যক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট উধাও করে দিল ফেসবুক কর্তৃপক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
facebook, ফেসবুক

Facebook's strong action ahead of Pakistan polls: ভোটের আগে পাকিস্তানে কড়া ফেসবুক। প্রতীকী ছবি।

Facebook's strong action ahead of Pakistan polls: অবশেষে ভুল থেকে শিক্ষা নিল ফেসবুক। ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে যে ভুলের জেরে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল মার্ক জুকারবার্গকে, এবার সেই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে নিয়ে তৎপর হয়েছে সংস্থাটি। পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে সতর্ক হল ফেসবুক কর্তৃপক্ষ। ভোটের আগে পাকিস্তানে হাফিজ সইদের মিল্লি মুসলিম লিগ(এমএমএল)-এর বহুসংখ্যক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Advertisment

ফেসবুকে ইতিবাচক আলোচনার ব্যাপারে জোর দেওয়াই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছিলেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। একইসঙ্গে পাকিস্তান, ভারত, ব্রাজিল, মেক্সিকোতে আসন্ন ভোটে যাতে ফেসবুকের হস্তক্ষেপ না ঘটে, সে ব্যাপারটিকেও অগ্রাধিকার দিয়েছিলেন তিনি।

চলতি মাসের ২৫ তারিখ পাকিস্তানে সাধারণ নির্বাচন। সম্প্রতি সে দেশের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। বিভিন্ন রাজনৈতিক দলের ফেক পেজ ও অ্যাকাউন্ট চিহ্নিত করে তা সরানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করার জন্য কমিশনের কাছে প্রস্তাব রাখে ফেসবুক,  এমনটাই জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন, ৫২টি কোম্পানির কাছে বিলোনো হয়েছে ফেসবুকে দেওয়া তথ্য

এদিকে এমএমএল-কে কোনও রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়নি কমিশন। চলতি বছরের এপ্রিল মাসে লস্কর-এ তইবার সঙ্গে যোগসূত্রের জেরে এমএমএল-কে জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছিল আমেরিকা।

অন্যদিকে ফেসবুকের এহেন সিদ্ধান্তের বিরোধিতা করেছে এমএমএল। সংগঠনের মুখপাত্র তাবিশ কাইয়ুম। বলেন, ‘‘কোনও কারণ ছাড়াই একাধিক অ্যাকাউন্ট সরানো হয়েছে। একেবারে দোরগোড়ায় ভোট। সব রাজনৈতিক দলই ভোটে প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। সেখানে এমএমএল প্রার্থী ও কর্মীদের অ্যাকাউন্ট ডিলিট করা অন্যায়।’’

pakistan International news
Advertisment