শহরে রাজনীতির আবহাওয়া ভয়ঙ্কর গরম। আর সেই সঙ্গে পাল্লা দিচ্ছে প্রকৃতি। জুনের মাঝামাঝিতেও দেখা নেই ছিটেফোঁটা বৃষ্টির। এ হেন অবস্থায় আজ শুক্রবার শহরে উষ্ণতম দিন। তবে শুধু শহর নয়, সারা বিশ্ব জুড়েই চলছে উষ্ণায়ন। গত শনিবার কুয়েতের তাপমাত্রা ছুঁয়েছিল ৬৩ ডিগ্রি। সেইরকমই দাবি করেছে গালফ নিউজ। যদি তা সত্যি হয়, তবে বিশ্বের ইতিহাসে পৃথিবীর বুকে সেটিই হবে সর্বোচ্চ তাপমাত্রা।
কুয়েতের গত বৃহস্পতিবারের কথা বাদ দিলে এখনও পর্যন্ত পৃথিবীতে নথিভুক্ত থাকা সর্বোচ্চ তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৩ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ফিউর্যান্স ক্রিক রাঞ্চ মৃত্যু উপত্যকায় এই তাপমাত্রা ছিল।
আরও পড়ুন, আজ উষ্ণতম দিন, গরম কি আদৌ কমবে?
বিভিন্ন অঞ্চলে যে তাপমাত্রা নথিভুক্ত হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে তা খতিয়ে দেখে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। লিবিয়ার এল আজিজিয়া অঞ্চলে ১৯২২ সালের ১৩ সেপ্টেম্বরের রেকর্ড তাপমাত্রা উঠেছিল ৫৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২০১১ সালে, প্রায় ন'দশক পর তাপমাত্রা পরিমাপে ত্রুটির কারণ দেখিয়ে তা নাকচ করে দেয় ডব্লিউএমও। ফলে সরকারি ভাবে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ওই ক্যালিফরর্নিয়ার মৃত্যু উপত্যকার ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
কেউ কেউ অবশ্য বলেন ২০১৬ সালের ২১ জুলাই কুয়েতের মিত্রাবাহ অঞ্চলের ৫৪ ডিগ্রিই এখনও পর্যন্ত ওঠা সবচেয়ে বেশি তাপমাত্রা। কারোর মতে আবার ২০১৭ সালের মে মাসে পাকিস্তানের তুরবাত অঞ্চলে ৫৪ ডিগ্রি ছুঁয়েছিল পারদ। সাম্প্রতিক দাবি কুয়েতের ৬৩ ডিগ্রির। ওই একই দিনে সূর্যাস্তের পর নাকি তাপমাত্রা কমে দাঁড়িয়েছিল ৫৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বলছে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা কোনটি, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডব্লিউএমও।
ভারতে ২০১৬ সালের ১৯ মে, রাজস্থানের ফালোডিতে পারদ ছুঁয়েছিল ৫১ ডিগ্রি। এ দেশে এটিই সর্বোচ্চ।
Read the full story in English