Advertisment

জালনোট চক্রে ধৃত ব্যক্তি তাঁদের দলের কেউ নন, দাবি সিপিআই(এমএল) রেডস্টারের

জালনোট চক্রে ধৃতদের মধ্যে একজন সিপিআই(এমএল) রেড স্টারের জেলা নেতৃত্বের প্রধান বলে দাবি করেছে পুলিশ। এ দাবি উড়িয়ে দিয়েছে সিপিআই(এমএল) রেড স্টার নেতৃত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
fake note arrest

জালনোট চক্রে ধৃতদের মধ্যে একজন সিপিআই(এমএল) রেড স্টারের(বিপ্লব) জেলা নেতৃত্বের প্রধান বলে দাবি করেছে পুলিশ। প্রতীকী ছবি

আবারও জালনোটের হদিশ মিলল। দিল্লি থেকে গত বুধবার জালনোট কারবারে জড়িত থাকার অভিযোগে মোট ৩ জনকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশের দাবী ছিল ধৃতদের মধ্যে একজন সিপিআই(এমএল) রেড স্টারের জেলা নেতৃত্বের প্রধান। এ দাবি উঠতেই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে পুলিশের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে সিপিআই(এমএল) রেড স্টার নেতৃত্ব।

Advertisment

আরও পড়ুন, কলকাতা মেট্রোয় যুগলকে মারধরের প্রতিবাদ কর্মসূচিতে মহিলাদের হেনস্থার অভিযোগ

সুরেশ কুমার রাই নামের ৬২ বছর বয়সী ওই ব্যক্তির ভাই অভিযুক্ত ডি ছেত্রী ভাঙড়ে জমি আন্দোলনে জড়িত ছিলেন। যদিও এই দাবি অস্বীকার করেছেন সিপিআই(এমএল) রেড স্টারের সাধারণ সম্পাদক কে এন রামচন্দ্রন। তাঁর অভিযোগ, ভাঙড় জমি আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্যই মিথ্যে দাবি করা হচ্ছে বলে। যাঁদের নাম নেওয়া হয়েছে, তাঁরা দলের কেউ নন বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন, ভাগাড়ে পচা মাংসকাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ১১

ডি ছেত্রী কে, এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন দলের পলিটব্যুরো সদস্য অলীক চক্রবর্তী। তাঁর বক্তব্য, ওঁর সম্পর্কে কিছুই শুনিনি আগে। নেপালের কেউই যে তাঁদের দলের সদস্য নন, সে দাবিও করেছেন অলীক। তিনি বলেন, ‘‘নেপালে দলের কোনও শাখা নেই। বিপ্লব নামে কোনও দলের কথাও শুনিনি।’’

cpiml red star fake note
Advertisment