Advertisment

ডাক্তার হতে পারেনি নবীন, ছেলের দেহ মেডিক্যাল কলেজে দান করবেন বাবা-মা

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর প্রথম ভারতীয় ছাত্র নবীন যিনি প্রাণ হারান।

author-image
IE Bangla Web Desk
New Update
Family of Indian student killed in Ukraine to donate his body to medical college

খারকিভে রুশ হানায় নিহত ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পা

খারকিভে রুশ হানায় নিহত ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পার দেহ মেডিক্যাল কলেজে দান করার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁর বাবা-মা।

Advertisment

নবীনের বাবা শেখরাপ্পা গৌদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমার ছেলে চিকিৎসা জগতে অবদান রাখতে চেয়েছিল। তাই আমরা এখন একটাই কাজ করতে পারি, ওঁর দেহ চিকিৎসাবিজ্ঞানের জন্য উৎসর্গ করতে পারি। যাতে অন্য পড়ুয়াদের সাহায্য হয়।"

তিনি জানিয়েছেন, "আমরা তাঁর দেহ দেবানগরীর এসএস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করব।"

প্রসঙ্গত, চতুর্থ বর্ষের মেডিক্যাল পড়ুয়া নবীন খারকিভের জাতীয় মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। কিন্তু গত ১ মার্চ খারকিভে বাঙ্কার থেকে বেরিয়ে খাবার কিনতে গিয়ে দোকানের সামনে রুশ মিসাইল আছড়ে পড়ায় মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন স্বৈরাচার শুরু জেলেনস্কির, স্বীকৃতি কাড়লেন বিরোধী দলগুলোর

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর প্রথম ভারতীয় ছাত্র নবীন যিনি রুশ হামলায় প্রাণ হারান। গত শনিবার নবীনের দেহ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে এয়ারলিফট করে দুবাইয়ে আনা হয়েছে। আশা করা হচ্ছে, সোমবার ভোর তিনটে নাগাদ দুবাই থেকে বেঙ্গালুরুতে এমিরেটসের বিমান পৌঁছবে।

Kharkiv Naveen Shekharappa Gyanagoudar Russia-Ukraine War
Advertisment