ফণীর জেরে ভীত ওড়িশা সহ বাংলা। শুক্রবার ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবের সাক্ষী থেকেছে আমজনতা। ভয়াল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে ওড়িশা। আজ মাঝরাত থেকে কাকভোরের মধ্যে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০-১০০ কিমি। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই, বর্তমানে আতঙ্কিত বাংলার মানুষ।
এহেন অবস্থায় সোশাল মিডিয়ায় দেখা গেল কলকাতাবাসীর মনুষ্যত্বের নিদর্শন। আতঙ্কিত নেটিজেন সাহায্যের হাত বাড়িয়েছে। যদি কেউ ঝড়ের মুখে পড়েন, বা কোন বিপদে পড়েন সত্বর যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। নিজেদের ওয়ালে ফোন নম্বর ও ঠিকানা দিয়ে সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছেন তারা।
আরও পড়ুন: ফণীর তাণ্ডবে তছনছ ওড়িশা, মৃত ৩
একদিকে যেমন, ফণী নিয়ে মিমে ছেয়ে গিয়েছে ভার্চুয়াল ওয়াল, সেরকমই অন্যদিকে সেই হাসিঠাট্টার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনদেরই একাংশ।
কাজের সূত্রে কেউ যদি কলকাতায় আসেন এবং ঝড়ের মুখোমুখি হন, বাড়ি ফিরতে না পারেন তাদেরকে আশ্রয় দিতে হাত বাড়িয়েছে নেটিজেনদের একাংশ।