হরিয়ানার ফরিদাবাদে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য়কর মোড়। বল্লভগড়ে কলেজ ছাত্রীকে গুলি করে খুনে অভিযুক্ত যুবক কংগ্রেস নেতাদের আত্মীয় বলে অভিযোগ করেছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। তাঁর আরও দাবি, ২০১৮ সালে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়া হয়েছিল কংগ্রেস নেতাদের ‘চাপে’।
মঙ্গলবার প্রকাশ্য়ে এর কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে যায়। এ ঘটনায় বছর একুশের তৌসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তরুণীর পরিবারের দাবি, বিয়ে করার জন্য় চাপ দিত তৌসিফ। ২ বছর আগে ওই তরুণীকে তৌসিফ অপহরণ করেছিল বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, তৌসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু তরুণীর বাবা জানান যে, তাঁরা আর কোনও তদন্ত চান না, তাই সেই এফআইআর বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন: দিনেদুপুরে কলেজ ছাত্রীকে গুলি করে খুন! সিসি ক্যামেরায় বন্দি ভয়াবহ দৃশ্য
এ প্রসঙ্গে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কংগ্রেস নেতাদের চাপে জোর করে অভিযুক্তের বিরুদ্ধে মামলা তুলে নিতে বাধ্য় হয়েছিল তরুণীর পরিবার। এ প্রসঙ্গে অনিল ভিজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ‘‘কংগ্রেস নেতাদের আত্মীয় অভিযুক্ত। ২০১৮ সালে কংগ্রেস নেতাদের চাপে তরুণীর পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছিল’’।
তরুণীর বাবা জানিয়েছেন, ‘‘আমরা এফআইআর দায়ের করেছিলাম। কিন্তু মামলা তুলে নিতে খুব অনুরোধ করেন তৌসিফের আত্মীয়রা। তাঁরা আশ্বাস দেন যে, এরকমটা আর ঘটবে না...আমরাও ভেবেছিলাম, আমাদের মেয়ে নিরাপদে থাকবে। ওঁর মান বাঁচাতে চেয়েছিলাম। তাই মামলাটি তুলে নিই। কিন্তু ২ বছর ধরে তৌসিফ আমাদের মেয়েকে হেনস্থা করত...গত কয়েকদিনে ও (তৌসিফ) বিয়ের জন্য় চাপ দিচ্ছিল। এজন্য় আমাদের মেয়েকে ধর্ম বদলে ফেলার কথা বলেছিল...কিন্তু ও(তরুণী) রাজি ছিল না। মেয়েকে ওর (তৌসিফ) সঙ্গে যেতে বলেছিল তৌসিফ। রাজি না হওয়ায় আমাদের মেয়েকে অপহরণ করার চেষ্টা করে, তারপর গুলি চালায়’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন