কেন্দ্রের ওপর চাপ বাড়িয়ে প্রধানমন্ত্রেকে চ্যালেঞ্জ ছুড়লেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইত। তাঁর আবেদন, 'কেউ জাতীয় পতাকার অবমাননা করে থাকলে তাকে গ্রেফতার করুন।' এদিন মন কি বাতে জাতীয় পতাকার অবমাননা নিয়ে মুখ খলেন প্রধানমন্ত্রী। তারপরেই উড়ে আসে রাকেশ টিকাইতের চ্যালেঞ্জ।
রবিবার রাকেশ বলেন, ‘‘জাতীয় পতাকা সকলের। যারা তার অপমান করেছে, সরকারের উচিত সকলকে গ্রেফতার করা।’’ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঘটে যাওয়া কৃষক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য করেন, ‘‘২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত।’’
আরও পড়ুন সিংঘু সীমান্তে উর্দিধারীদের সঙ্গে ‘অভব্যতা’! সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ
২৬ জানুয়ারি দেশের রাজধানীতে কৃষক বিক্ষোভ চলাকালীন লালকেল্লায় ‘নিশান সাহিব’ টাঙিয়ে দেওয়ার দৃশ্য ধরা পড়েছে বিভিন্ন ছবিতে। যদিও যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে প্রবেশ করেননি কৃষকরা। তাঁরা লালকেল্লার অন্যত্র পতাকা টাঙিয়ে ছিলেন। সেই দৃশ্যকে হাতিয়ার করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি।
রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই সুর শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর গলাতেও। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার ‘অবমাননা’ নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী। ২৬ জানুয়ারির তাণ্ডবে গোটা দেশে ‘দুঃখিত’ বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে ওই ঘটনায় তিনি নিজে ‘স্তম্ভিত’ বলে দাবি করেছেন। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রদানমন্ত্রী লালকেল্লায় তাণ্ডবের ঘটনা প্রসঙ্গে বলেন, ‘গত ২৬ জানুয়ারি তেরঙ্গার অবমাননায় স্তম্ভিত দেশ।’এই আবহে সরকারের কোর্টেই পাল্টা বল ঠেললেন এই কৃষক নেতা।