Advertisment

কৃষক বিদ্রোহে সুর নরম সরকারের? ‘খোলা মনে সমস্য়া শুনতে প্রস্তুত আমরা’, কৃষকদের বার্তা কেন্দ্রের

এদিন ৩ জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন ৩৫টি কৃষক দলের প্রতিনিধিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
farmers protest, কৃষক বিক্ষোভ

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Farmers’ Protest Update:  কৃষক বিদ্রোহের আঁচে কি শেষমেশ সুর নরম করছে মোদী সরকার? কৃষকদের সব সমস্য়া মেটাতে তৈরি সরকার, শনিবার কৃষক নেতাদের সঙ্গে পঞ্চম দফার বৈঠকে এমন আশ্বাসই দিয়েছে কেন্দ্র। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। এদিন ৩ জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে বসেছেন ৩৫টি কৃষক দলের প্রতিনিধিরা।

Advertisment

বাণিজ্য় প্রতিমন্ত্রী সোম প্রকাশ পাঞ্জাবিতে কৃষকদের উদ্দেশে বলেন যে, পাঞ্জাবের আবেগ বুঝতে পারছে সরকার। তিনি বলেন, ‘‘আপনাদের সব সমস্য়া খোলা মনে আলোকপাত করার জন্য় প্রস্তুত’’। আলোচনা করতে সরকার দায়বদ্ধ বলে বৈঠকের শুরুতেই আশ্বস্ত করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। দুপুর আড়াইটে নাগাদ বৈঠক শুরু হয়। এদিনের বৈঠকে যোগ দেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।

আরও পড়ুন: ‘রাস্তায় নেমে আন্দোলনে শামিল হোক গোটা দেশ’, কৃষকদের ভারত বনধকে সমর্থন বামেদের

এদিন বৈঠকের আগে, সিংঘু সীমানায় কৃষক নেতা জগমোহন সিং পাটিয়ালা হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘আমাদের প্রথম দাবি, কৃষি আইন রদ করতে হবে। যদি সরকার এতে সম্মত থাকে, তাহলে আলোচনা চলবে, না হলে আমরা সঙ্গে সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে আসব’’।

উল্লেখ্য়, তিন কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন কৃষকরা। অতীতে সরকার পক্ষের সঙ্গে কৃষকদের বৈঠকে কোনও রফা মেলেনি। এমন আবহে, আগামী ৮ ডিসেম্বর ভারত বনধ ডেকেছেন কৃষকরা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment