ইডি দফতরে হাজিরা দিলেন ন্য়াশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা। জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্য়াসোসিয়েশনে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে ফারুককে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে গত জুলাই মাসে এ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা।
জুলাই মাসে জিজ্ঞাসাবাদের সময় আর্থিক তছরুপের ধারায় ফারুক আবদুল্লার বয়ান রেকর্ড করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য়, এ মামলায় সিবিআই-এর এফআইআর ও চার্জশিট পেশের পর আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে ইডি।
আরও পড়ুন: নয়া জোট, জম্মু-কাশ্মীরের মর্যাদা ফেরাতে হাত মেলালেন ফারুক-মেহবুবারা
গত বছর জুলাই মাসে আবদুল্লা ও আরও ৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। ২০২০-২১ বর্ষে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্য়াসোসিয়েশনের উন্নতিসাধনে বিসিসিআই-এর দেওয়া ৪৩ কোটিরও বেশি টাকার অপব্য়বহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন