Advertisment

রাষ্ট্রপতি নির্বাচন: মমতাকে কৃতজ্ঞতা ফারুকের, তবে হাঁটলেন পাওয়ারের পথেই

পাওয়ার প্রস্তাব ফেরাতেই মমতা বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লার নাম প্রস্তাব করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
farooq abdullah withdraws his name as joint oppositions presidential candidate

রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া থেকে সরলেন এই কাশ্মীরি নেতা।

শরদ পাওয়ারের পথেই হাঁটলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাও। মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চান বলে সাফ জানিয়ে দিলেন বর্ষীয়ান কাশ্মীরি নেতা ফারুক।

Advertisment

শনিবার ফারুক আবদুল্লার তরফে এক বিবৃতি প্রকাশ হয়েছে। সেখানে উল্লেখ, 'মমতা বন্দ্যোপাধ্যায় সাহিবা ভারতের রাষ্ট্রপতি পদে সম্ভাব্য যৌথ বিরোধী প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করায় আমি সম্মানিত। মমতা দিদি আমার নাম প্রস্তাব করার পরে, আমি বহু বিরোধী নেতাদের ফোন পেয়েছি। আমি প্রার্থী হলে তাঁরা সমর্থন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন।'

ফারুক আবদুল্লার ব্যাখ্যা, 'হঠাৎ করে আশা এই প্রস্তাব নিয়ে আমি আমার পরিবার এবং সিনিয়র সহকর্মীদের সঙ্গে আলোচনা করার জন্য কয়েক দিন সময় নিয়েছি। দেশের সর্বোচ্চ পদের জন্য আমি যে সমর্থন পেয়েছি এবং সম্মান পেয়েছি তাতে আমি গভীরভাবে মুগ্ধ। আমি বিশ্বাস করি যে জম্মু ও কাশ্মীর একটি জটিল সন্ধিক্ষণ অতিক্রম করছে এবং এই অনিশ্চিত সময় কাটিয়ে ওঠার জন্য আমার প্রচেষ্টা প্রয়োজন। আমি আরও বেশ কিছুদিন সক্রিয় রাজনীতি থাকতে চাই এবং জম্মু ও কাশ্মীর ও দেশের সেবায় ইতিবাচক অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছি। তাই আমি সম্মানের সঙ্গে বিবেচনা করে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবেনআমার নাম প্রত্যাহার করতে চাই। একইসঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত যৌথ বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করব।'

ওই বিবৃতিতেই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান। জানিয়েছেন যে, 'আমার নাম প্রস্তাব করার জন্য আমি মমতা দিদির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি সকল সিনিয়র নেতাদের কাছেও কৃতজ্ঞ যাঁরা আমাকে তাদের সমর্থন জানিয়েছেন।'

আরও পড়ুন- ‘দিশাহীন প্রকল্প’, অগ্নিপথ বিতর্কে আগুনে ঘি ঢাললেন সোনিয়া

চলতি সপ্তাহেই তৃণমূল সুপ্রিমোর ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসেছিল বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে বৈঠক। ২২টি বিরোধী দল আমন্ত্রিত হলেও আসেনি আপ, বিজেডি, অকালী দল, ওয়াইএসআর কংগ্রেস ও টিআরএস। ওই বৈঠকেই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি পাওয়ার। তারপরই মমতা বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা মহাত্মা গান্ধীর পরিবারের সদস্য গোপালকৃষ্ণ গান্ধী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ওমর আবদুল্লার নাম প্রস্তাব করেন। এ দিন ফারুক আবদুল্লাও সেই প্রস্তাবে 'না' বললেন।

আগামী ২১ জুন রাষ্ট্রপতি নির্বাচন ও প্রার্থী নিয়ে ফের বিরোধীদের বৈঠক রয়েছে।

Mamata Banerjee Sharad Pawar Farooq Abdullah President of India
Advertisment