'তিতলি'-র জেরে বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন

ঘূর্ণিঝড়টির অভিমুখ ওড়িশার দিকে হলেও, রাজ্যে কী ধরনের দুর্যোগ অপেক্ষা করছে সে ব্যাপারে এখনও ধোঁয়াশায় সাধারণ মানুষ।

ঘূর্ণিঝড়টির অভিমুখ ওড়িশার দিকে হলেও, রাজ্যে কী ধরনের দুর্যোগ অপেক্ষা করছে সে ব্যাপারে এখনও ধোঁয়াশায় সাধারণ মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আন্দামান নিকোবরে আছড়ে পড়বে পাবুক

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'তিতলি'র জেরে বাতিল করা হল একাধিক দূরপাল্লার ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে প্রকাশ করা হয়েছে বাতিল হওয়া ট্রেনের তালিকা।ঘূর্ণিঝড়টির অভিমুখ ওড়িশার দিকে হলেও, রাজ্যে কী ধরনের দুর্যোগ অপেক্ষা করছে সে ব্যাপারে এখনও ধোঁয়াশায় সাধারণ মানুষ।

Advertisment

দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, ১০ অক্টোবর রাত দশটার পর থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা পর্যন্ত খুরদা থেকে ভিজিয়ানগরম পর্যন্ত আপ ডাউন দু'দিকের রেল পরিষেবাই বন্ধ থাকবে।

হাওড়া/ খড়গপুর থেকে পূর্ব উপকূলের ওপর দিয়ে দক্ষিণগামী রেল পরিষেবা এবং হায়দ্রাবাদ/বিশাখাপত্তনাম থেকে পূর্ব উপকূলের ওপর দিয়ে উত্তরগামী রেল পরিষেবা বাতিল করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাওড়া-চেন্নাই লাইনের ট্রেন সাধারণত পূর্ব উপকূলের ওপর দিয়েই চলে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এ সব ট্রেনের পথ পরিবর্তন করা হচ্ছে।

Advertisment

বাতিল হওয়া ট্রেন

১২৭৭৩ (শালিমার-সেকেন্দ্রাবাদ) (১০ অক্টোবর ছাড়ার কথা ছিল)

১৮৬৪৫ (হাওড়া-হায়দ্রাবাদ) (১১ অক্টোবর ছাড়ার কথা ছিল)

যাত্রাপথ বদল করা ট্রেনের তালিকা

১২৫০৪ (আগরতলা-বেঙ্গালুরু) হামসফর এক্সপ্রেস (১০ অক্টোবর ছাড়ার কথা)

১২৮৪১ (হাওড়া-চেন্নাই) করমন্ডল এক্সপ্রেস (১০ অক্টোবর ছাড়ার কথা)

২২৮৩১ (হাওড়া-শ্রী সত্য সাই প্রশান্তিনিলয়ম)এক্সপ্রেস (১০ অক্টোবর ছাড়ার কথা)

১২৮৬৩ (হাওড়া-যশবন্তপুর)এক্সপ্রেস (১০ অক্টোবর ছাড়ার কথা)

১২৭০৩ (হাওড়া-সেকেন্দ্রাবাদ) ফলকনামা এক্সপ্রেস খড়গপুর- টাটা-বিলাসপুর-নাগপুর-কাজিপেট-বিজয়ওয়াড়া  এই পথে যাবে

আরও পড়ুন, Cyclone Titli LIVE updates: ওড়িশায় আছড়ে পড়ল ‘তিতলি’, ধেয়ে আসছে বাংলায়

সময়সূচি পরিবর্তিত হওয়া ট্রেন

১২৮৩৯ (হাওড়া-চেন্নাই) ১০ অক্টোবর রাত ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে ১১ অক্টোবর সকাল ৮ টায় ছাড়বে

১২৬৬০ (শালিমার-নাগেরকলি) গুরুদেব এক্সপ্রেস ১০ অক্টোবর রাত ১১ টা ৫ মিনিটের পরিবর্তে ১১ অক্টোবর সকাল ৮ টা ১৫ মিনিটে ছাড়বে

২২৬০৩ (খড়গপুর-ভেল্লুপুরম) ১১ অক্টোবর দুপুর ২ টো বেজে ৫ মিনিটে ছাড়ার পরিবর্তে সন্ধে ৬ টা ৫ মিনিটে ছাড়বে

নির্ধারিত দুরত্বের চেয়ে আগেই থেমে যাবে যে সব ট্রেন

১২২৫৪ (ভাগলপুর-যশবন্তপুর) অঙ্গ এক্সপ্রেস হাওড়া পর্যন্ত চলবে।

১২৫১৬ (শিলচর-তিরুবনন্তপুরম) এক্সপ্রেস হাওড়া পর্যন্ত চলবে।

indian railway