Advertisment

মোদির বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক পোস্টের অভিযোগের জেরে বিপাকে আসামের শিক্ষক

ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট করেন আসামের গোয়ালপাড়া জেলার একটি সরকারি স্কুলের শিক্ষক আবু তালেম। যার জেরেই ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
assam, আসাম

মোদির নামে আপত্তিকর পোস্ট করায় আসামের শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। প্রতীকী ছবি।

এ রাজ্যের মুখ্যমন্ত্রী বহুদিন আগেই বলেছেন যে ফেসবুক ভাল, কিন্তু ‘ফেকবুক’-কে কোনওভাবেই বরদাস্ত করা হবে। সোশাল মিডিয়ায় বিভিন্ন সময়ই আপত্তিজনক মন্তব্য করে বিতর্ক বাঁধান নেটিজেনরা। এমনকি, রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে ফিল্মস্টার, কাউকেই বাদ দেননা তাঁরা। এবং এহেন কাজ করেই অনেকেই শাস্তির মুখোমুখি হয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল আরও একজনের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে আপত্তিকর কথা ফেসবুকে লিখেছিলেন আসামের এক শিক্ষক। যার জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

Advertisment

ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট করেন আসামের গোয়ালপাড়া জেলার একটি সরকারি স্কুলের শিক্ষক আবু তালেম। যার জেরেই ওই শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন পুলিশ সুপার অমিতাভ সিনহা। পুলিশ সূত্রে জানা গিয়েছে. লখিপুর উচ্চবিদ্যালয়ের হিন্দি শিক্ষক আবু তালেবের বিরুদ্ধে ২টি অভিযোগ জমা পড়েছে। একটি অভিযোগ করেছেন স্থানীয় এক বিজেপি নেতা। অন্যদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে আরেকটি অভিযোগ করেছেন গোয়ালপাড়ার স্কুল পরিদর্শক।

আরও পড়ুন,কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হল, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

 

এ ঘটনায় ইতিমধ্যেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। স্কুল পরিদর্শকের নেতৃত্বে এ ঘটনার তদন্তপ্রক্রিয়া চলছে। এদিকে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করার দায়ের শিক্ষকের এহেন পরিণতি নিয়ে অনেকেই সরব হয়েছেন সোশাল মিডিয়ায়।

Read the full story in English

PM Narendra Modi national news Assam Facebook
Advertisment