scorecardresearch

দিল্লির সিজিও কমপ্লেক্সে বিধ্বংসী আগুন, মৃত ১

বুধবার সকালে দিল্লির সিজিও কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লাগে। সিজিও কমপ্লেক্সে দীনদয়াল উপাধ্যায় ভবনের ৬ তলায় এদিন আগুন লাগে বলে জানা গিয়েছে।

delhi fire, দিল্লিতে আগুন
বুধবার সকালে দিল্লির সিজিও কমপ্লেক্সে আগুন লাগে। ছবি: তাসি তোবগেয়াল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

দিল্লিতে সিজিও কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃত্যু হল সিআইএসএফের এক সাব ইন্সপেক্টরের। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন ওই সাব ইন্সপেক্টর। এইমস হাসপাতালে পরে তাঁর মৃত্যু হয় বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে দিল্লির দমকল বিভাগ। বুধবার সকালে দিল্লির সিজিও কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লাগে। সিজিও কমপ্লেক্সে দীনদয়াল উপাধ্যায় ভবনের ৬ তলায় এদিন আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ২৫টি ইঞ্জিন। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এদিন সকাল ৮টার পর ওই ভবনে আগুন লাগে বলে খবর।

আরও পড়ুন, দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ১৭

ওই বহুতলে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। ১১ তলা বিল্ডিংয়ে বেশ কয়েকজন মন্ত্রীর দফতরও রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে, দিল্লির করোল বাগ এলাকার হোটেল অর্পিত প্যালেসে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে। সেদিন ঘটনাস্থলে ছুটে গিয়েছিল দমকলের ২৫টি ইঞ্জিন। সেদিন ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ ঘটনার পরেও দিল্লির কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের খবর মিলেছিল।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Fire breaks out at cgo complex in new delhi