মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের তিন জায়গায় এফআইআর দায়ের হল মঙ্গলবার। সোমবারই রায়গড়ে উদ্ধবের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রানের বিরুদ্ধে। রায়গড়, পুণে এবং নাসিকে মামলা রুজু হয়েছে।
পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, রানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। একটি তদন্তকারী দল পুণেতে তদন্ত শুরু করেছে। সোমবার নিজের বক্তব্যে রানে বলেন, "এটা অত্যন্ত লজ্জাজনক যে মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা কোন বছরে তা জানেন না। তিনি নিজের বক্তব্যের সময় গুনে গুনে বলতে পারলেন স্বাধীনতার কত বছর হল। আমি যদি ওখানে থাকতাম তাহলে সপাটে একটা চড় মারতাম।"
রানের এমন মন্তব্যের পর মহারাষ্ট্রে সমালোচনার ঝড় ওঠে। শিবসেনার যুব সংগঠনের কর্মীরা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে উস্কানিমূলক মন্তব্য করছেন বলে রানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুবাসেনা। দলের নেতা-কর্মীরা মুম্বই-সহ একাধিক জায়গায় রানের নামে পোস্টার লাগায়, তাতে লেখা, 'কোম্বডি চোর' (মুরগি চোর)। কারণ চেম্বুরে পাঁচ দশক আগে শিবসেনা প্রমুখ বাল ঠাকরের দলে কর্মী থাকাকালীন পোলট্রির দোকান চালাতেন রানে।
আরও পড়ুন মুম্বইয়ের মেয়র পদপ্রার্থী হিসাবে মিলিন্দ সোমান-সোনু সুদকে চায় কংগ্রেস!
এই তিনটি এফআইআর ছাড়াও ৪৬টি আরও এফআইআর দায়ের রানের জন আশীর্বাদ যাত্রার বিরুদ্ধে। করোনা বিধিনিষেধ উড়িয়ে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় মন্ত্রী। ৪৬টির মধ্যে ৩৯টি এফআইআর হয়েছে মুম্বইতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
উদ্ধবকে চড় মারার হুমকি, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে ৩টি FIR দায়ের
শিবসেনা নেতা-কর্মীরা মুম্বই-সহ একাধিক জায়গায় রানের নামে পোস্টার লাগায়, তাতে লেখা, 'কোম্বডি চোর' (মুরগি চোর)।
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের তিন জায়গায় এফআইআর দায়ের হল মঙ্গলবার। সোমবারই রায়গড়ে উদ্ধবের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রানের বিরুদ্ধে। রায়গড়, পুণে এবং নাসিকে মামলা রুজু হয়েছে।
পুণের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, রানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। একটি তদন্তকারী দল পুণেতে তদন্ত শুরু করেছে। সোমবার নিজের বক্তব্যে রানে বলেন, "এটা অত্যন্ত লজ্জাজনক যে মুখ্যমন্ত্রী ভারতের স্বাধীনতা কোন বছরে তা জানেন না। তিনি নিজের বক্তব্যের সময় গুনে গুনে বলতে পারলেন স্বাধীনতার কত বছর হল। আমি যদি ওখানে থাকতাম তাহলে সপাটে একটা চড় মারতাম।"
রানের এমন মন্তব্যের পর মহারাষ্ট্রে সমালোচনার ঝড় ওঠে। শিবসেনার যুব সংগঠনের কর্মীরা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে উস্কানিমূলক মন্তব্য করছেন বলে রানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুবাসেনা। দলের নেতা-কর্মীরা মুম্বই-সহ একাধিক জায়গায় রানের নামে পোস্টার লাগায়, তাতে লেখা, 'কোম্বডি চোর' (মুরগি চোর)। কারণ চেম্বুরে পাঁচ দশক আগে শিবসেনা প্রমুখ বাল ঠাকরের দলে কর্মী থাকাকালীন পোলট্রির দোকান চালাতেন রানে।
আরও পড়ুন মুম্বইয়ের মেয়র পদপ্রার্থী হিসাবে মিলিন্দ সোমান-সোনু সুদকে চায় কংগ্রেস!
এই তিনটি এফআইআর ছাড়াও ৪৬টি আরও এফআইআর দায়ের রানের জন আশীর্বাদ যাত্রার বিরুদ্ধে। করোনা বিধিনিষেধ উড়িয়ে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় মন্ত্রী। ৪৬টির মধ্যে ৩৯টি এফআইআর হয়েছে মুম্বইতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন