আসাম এনআরসি ঘিরে নয়া কাণ্ড। আসান এনআরসির প্রাক্তন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা ও এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। ইস্তফা দেওয়ার আগে ২টি অফিসিয়াল মেল আইডি-র পাসওয়ার্ড না জানানোর অভিযোগে আসাম এনআরসি অফিসের প্রাক্তন ওই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আসামে একটি এনজিও-র করা মামলায় প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ নিয়ে হাজেলার বিরুদ্ধে মোট ৩টি অভিযোগ দায়ের করা হল। ভুল তথ্য, এনআরসি চূড়ান্ত তালিকা কারচুপির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আসাম এনআরসির তথ্য সরকারি ওয়েবসাইট থেকে উধাও হয়ে গিয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে চুক্তি পুনর্নবিকরণ না করার জন্যই এই বিভ্রাট বলে জানানো হয়েছে। এই প্রেক্ষিতে প্রতীক হাজেলা ও এক প্রাক্তন কর্মীর বিরুদ্ধে এফআইআর নয়া মোড় নিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
আরও পড়ুন: উধাও আসাম এনআরসির তথ্য! তবে ‘সুরক্ষিতই রয়েছে’
এ প্রসঙ্গে আসাম এনআরসির বর্তমান কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা জানিয়েছেন, ‘‘১১ নভেম্বর অফিস ছেড়েছিলেন ওই কর্মী। কিন্তু তিন মাস ধরে পাসওয়ার্ড দেননি। এই সময়ের মধ্যে সন্দেহ করা হচ্ছে যে, ই-মেল ডিলিট করা হতে পারে বা কারচুপি করা হয়ে থাকতে পারে’’।
পালতান বাজার থানার ওসি জানিয়েছেন, তদন্ত চলছে। ওই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্ত প্রাক্তন কর্মীর দাবি, তিনি চাকরি থেকে ইস্তফা দেওয়ার সময় সবকিছুই অফিসে হস্তান্তর করেছেন তিনি। উল্লেখ্য ১১ নভেম্বরই অফিস ছেড়েছিলেন হাজেলা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন