বর্ষশেষে করোনার নয়া স্ট্রেন ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ভাইরাসের নয়া স্ট্রেন রুখতে তৎপর কেন্দ্র সরকার। ভারত-ব্রিটেন বিমান পরিষেবা ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। উল্লেখ্য়, ব্রিটেনে করোনার নয়া স্ট্রেন ঘিরে রীতিমতো কঠিন পরিস্থিতি। এই প্রেক্ষাপটে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মেয়াদ বাড়ানো হল।
উল্লেখ্য়, ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর জন্য় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে প্রস্তাব দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক। ভারতে ব্রিটেন ফেরত ৬ যাত্রীর দেহে প্রথম করোনার নয়া স্ট্রেনের হদিশ মেলে। সেই সংখ্য়া এখন ২০ বলে জানিয়েছে সরকার। এই পরিস্থিতি বিবেচনা করেই বিমান বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: বর্ষবরণের রাতে দিল্লিতে জারি নাইট কার্ফু
এদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করোনা নির্দেশিকা জারি থাকবে বলে সোমবার জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কোভিড গাইডলাইন্স যাতে কঠোরভাবে লাগু করা হয়, সে ব্য়াপারে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রক। অন্য়দিকে, দিল্লিতে বর্ষবরণের রাতে কার্ফু জারি করা হয়েছে। আজ রাত ১১টা থেকে ১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত প্রকাশ্য়ে কোনওরকম উৎসব উদযাপন, সভা বা জমায়েত করা যাবে না। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন