Advertisment

খুলল শ্রীনগর-সহ ৭টি বিমানবন্দর, জারি হাই অ্যালার্ট

মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পর সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জেরে এদিন ৭টি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
airport, air strike, বিমানবন্দর, এয়ার স্ট্রাইক

মঙ্গলবার এয়ার স্ট্রাইকের সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জেরে এদিন ৭টি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাময়িক বন্ধ থাকার পর অবশেষে খুলল শ্রীনগর, জম্মু, লে-সহ ৭টি বিমানবন্দর। মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পর সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির জেরে এদিন ৭টি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ‘‘আপৎকালীন পরিস্থিতিতে সাময়িক ভাবে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’’ বলে সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক। কিন্তু ‘আপৎকালীন পরিস্থিতি’র প্রকৃতি সম্পর্কে বিশদে জানাননি ওই আধিকারিক। অন্যদিকে, উত্তর দিল্লির আকাশপথও ফাঁকা করে দেওয়া হয়েছিল বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

Advertisment



শ্রীনগর, জম্মু, লে-র পাশাপাশি অমৃতসর বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছিল। এ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে অমৃতসর বিমানবন্দরের ডিরেক্টর এপি আচার্য জানিয়েছিলেন, ‘‘অপারেশনাল রিজনে অমৃতসরে আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। কোনও বাণিজ্যিক উড়ান চালানো হচ্ছে না অমৃতসরে।’’ জম্মু, লে, শ্রীনগরগামী বেশ কয়েকটি বিমানকে অন্য রুটে ঘোরানো হয় এদিন।

আরও পড়ুন, ভারতীয় বায়ুসেনা কমান্ডার আটক, দাবি পাক ভিডিওয়

অন্যদিকে, চণ্ডীগড়, পাঠানকোট, হালওয়ারা, বাথিন্ডা বিমানবন্দরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর চণ্ডীগড় বিমানবন্দর ফের চালু করা হয়েছে। চণ্ডীগড় বিমানবন্দরের ডিরেক্টর সুনীল দত্ত সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘‘বাণিজ্যিক উড়ান পরিষেবা চালু হয়েছে।’’ ভিস্তারা এয়ারলাইন্সের পক্ষ থেকেও টুইট করে জানানো হয়েছে, ‘‘চণ্ডীগড়ে বিমান পরিষেবা চালু হয়েছে।’’

অন্যদিকে, ভারতের পাশাপাশি, পাকিস্তানও বিমান পরিষেবা বন্ধ রেখেছে। লাহোর, মুলতান, সিয়ালকোট, ইসলামাবাদ, ফয়সালাবাদে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

আরও পড়ুন, ফের প্রত্যাঘাত ভারতের, ধ্বংস ৫ পাক পোস্ট

উল্লেখ্য, মঙ্গলবার বালাকোটে এয়ার স্ট্রাইকের পর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টর ও পুঞ্চে ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তান। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। যদিও এখনও সরকারের তরফে এ প্রসঙ্গে কিছু জানানো হয়নি। ভারতীয় বায়ুসেনার তৎপরতায় শেষমেশ ফিরে যায় পাক যুদ্ধবিমান। সংবাদসংস্থা পিটিআই সূত্রে আরও জানা গিয়েছে, পালানোর সময় পাক যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে। যদিও বোমাবর্ষণের জেরে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

Read the full story in English

India pakistan International news national news
Advertisment