/indian-express-bangla/media/media_files/2025/04/18/gyo4DqO9ifH1djm114LP.jpg)
বিশ্ববিদ্যালয়ে এলোপাথাড়ি গুলি! কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে পরপর মৃত্যু, চরম চাঞ্চল্য
Florida State University shooting: ফের আমেরিকার বিশ্ববিদ্যালয়ে চলল এলোপাথাড়ি গুলি। মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। আহত বেশ কয়েকজন।
মার্কিন প্রশাসন সূত্রে খবর, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (FSU) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন ভবনের কাছে এই ঘটনায় ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য। ঘটনার পরপরই পুরো ক্যাম্পাসে সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির তরফে পড়ুয়াদের নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে “ছাত্র ইউনিয়নের ভবনের কাছেই ভয়াবহ গুলি চালনার ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, সবাই নিরাপদ স্থানে থাকুন, দরজা-জানালা বন্ধ রাখুন এবং বাইরে বের হবেন না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্ত চলছে”।
আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ! পাত্রী কে জানেন?
বিশ্ববিদ্যালয়ের ৪২ হাজার পড়ুয়ার নিরাপত্তা নিশ্চিত করতে সকল ক্লাস ও প্রোগ্রাম বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ অনুরোধ করেছে, কেউ যেন ক্যাম্পাসে না আসে এবং যারা ক্যাম্পাসে রয়েছেন, তারা যেন ঘরের বাইরে না বেরোন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। দুঃখজনক হলেও, এমন ঘটনা বারবার ঘটছে।” ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস শোক প্রকাশ করে বলেন, “আমাদের প্রার্থনা এফএসইউ পরিবারের সঙ্গে রয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।” বর্তমানে পুরো ক্যাম্পাস জুড়ে কড়া নিরাপত্তা এবং পুলিশের টহল জারি রয়েছে। তদন্ত চলছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।