Dilip Ghosh: আজই বিয়ে করছেন দিলীপ ঘোষ! পাত্রী কে জানেন?

Dilip Ghosh: সব কিছু ঠিকঠাক থাকলে আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। নিউটাউনের বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান।

Dilip Ghosh: সব কিছু ঠিকঠাক থাকলে আজই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। নিউটাউনের বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

একেবারে অপরিচিত কাউকে বিয়ে করছেন না দিলীপ ঘোষ। পাত্রী রিঙ্কু মজুমদার তার বহুদিনের পরিচিত। রিঙ্কু নিজেও বিজেপি নেত্রী। তিনি বিবাহ বিচ্ছিন্না, তার একটি ২৫  বছরের পুত্র সন্তান রয়েছে। বিজেপি করার সুবাদে দিলীপ ঘোষের সঙ্গে আলাপ  রিঙ্কুর। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, প্রথমে দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনিই। এর আগে গত লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন দিলীপ।

Advertisment

সেই হারে মানসিকভাবে ওখানে একটা ভেঙে পড়েছিলেন তিনি। শোনা যায় সেই সময় দিলীপ ঘোষের পাশে ছিলেন এই রিঙ্কু। তাকে সাহস যুগিয়েছেন। লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তবে বিয়ের প্রস্তাবে প্রথম থেকেই নাকি দিলীপ ঘোষ তেমন রাজি ছিলেন না। মায়ের জোরাজুরিতেই  নাকি বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে গিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দিলীপ ঘোষের বিয়ের এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই আরএসএসের কয়েকজন নেতা নাকি তার সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, তারা দিলীপ ঘোষকে নাকি বিবাহ করতে বারণ করেন। তবে তাদের  কোন বারণই কানে তোলেননি দিলীপ। তবে বঙ্গ আরএসএস জানিয়ে দিয়েছেন তাঁরা বিয়ে করতে নিষেধ করেননি। ব্যক্তিগত ভাবে কেউ করতে পারেন। তিনি তাদের নাকি জানিয়ে দিয়েছেন যে তিনি সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন।

আরও পড়ুন- West Bengal News Highlights : 'আপনাকে ভরসা করে আর কত ঠকবে মানুষ?', মুখ্যমন্ত্রীকে তুলোধনা সুকান্তর

Advertisment

সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার সন্ধ্যাতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিজেপির এই ডাকাবুকো নেতা। তবে বিয়ের অনুষ্ঠান হবে একেবারে ঘরোয়া ভাবে। পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের মধ্যেই বিয়ের আনন্দ ভাগ করে নিতে চান ৬১ বছরের দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বিয়ের  খবর চাউর হওয়ার পরে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তরফ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোন রিপ্লাই করেন নি। 

marriage Bengali News Today dilip ghosh