Advertisment

FM Nirmala Sitharaman Press Conference Highlights: পরিযায়ীদের রেশন কার্ড না থাকলেও বিনামূল্য়ে মিলবে খাদ্য়শস্য়: সীতারমন

FM Nirmala Sitharaman Press Conference Today, India Economic Package Updates: ''অগাস্ট মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড চালু হবে। এরফলে দেশের যে কোনও রাজ্য় থেকে রেশন তোলা যাবে''।

author-image
IE Bangla Web Desk
New Update
Nirmala Sitharaman, নির্মলা সীতারমন

নির্মলা সীতারমন।

FM Nirmala Sitharaman Press Conference Updates: ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের দ্বিতীয় পর্যায়ে পরিযায়ী শ্রমিকদের জন্য় একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ''পরিযায়ী শ্রমিকদের আগামী ২ মাস বিনামূল্য়ে খাদ্য়শস্য় দেওয়া হবে। রেশন কার্ড না থাকলেও খাদ্য়শস্য় দেওয়া হবে। যাঁরা রেশন পান, তাঁরা মাসে আরও ৫ কেজি খাদ্য়শস্য় বিনামূল্য়ে পাবেন। ৫ কেজি চাল বা গমের সঙ্গে মিলবে এক কেজি ডাল। এতে ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন। রাজ্য় সরকারকে এটা লাগু করতে হবে। এজন্য় ৩৫০০ কোটি টাকা খরচ হবে সরকারের''।
Read the Blog in English

Advertisment

পরিযায়ী শ্রমিকদের জন্য় এদিন নির্মলা সীতারমন আরও জানালেন, ''শহুরে পরিযায়ী ও গরিবদের জন্য় প্রধানমন্ত্রী আবাস যোজনায় থাকার ব্য়বস্থা করা হচ্ছে। এজ্য় রেন্টাল হাউজিং স্কিম চালু হচ্ছে। এতে কম ভাড়ায় থাকার ব্য়বস্থা করা যাবে''।  অর্থমন্ত্রী জানালেন, ''কৃষিক্ষেত্রে মার্চ-এপ্রিল মাসে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর করা হয়েছে। ৮৬ হাজার ৬০০ কোটির ঋণ মঞ্জুর করা হয়েছে''।

src="https://www.youtube.com/embed/wtU0zh9J2uc" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

নির্মলা সীতারমন আরও জানালেন, ''অগাস্ট মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড চালু হবে। এরফলে দেশের যে কোনও রাজ্য় থেকে রেশন তোলা যাবে''।প্রসঙ্গত, করোনা মোকাবিলায় মঙ্গলবার ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আর্থিক প্যাকেজ আদতে কী? কোন খাতে কীভাবে খরচ করা হবে, ধাপে ধাপে তার বিশদ ব্যাখ্যা দেবেন সীতারমন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

FM Nirmala Sitharaman Press Conference  Updates: আজ নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, এ সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














19:03 (IST)14 May 20





















এক দেশ, এক রেশন কার্ডের অর্থ কী?

প্রধানমন্ত্রী ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের থুঁটিনাটি ঘোষণার দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বৃহস্পতিবার জানিয়েছেন প্রায় ৮ কোটি পরিযায়ী শ্রমিককে আগামী দু মাস বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। এর জন্য খরচ হবে প্রায় ৩৫০০ কোটি টাকা। তিনি জানিয়েছেন যে ৮ কোটি শ্রমিকের রাজ্যে বা কেন্দ্রের কোনও ধরনের রেশন কার্ড নেই তাঁরা মাথা পিছু ৫ কিলো করে চাল বা গম এবং এক কিলো করে ডাল আগামী দু মাস ধরে পাবেন। বিস্তারিত পড়ুন

17:22 (IST)14 May 20





















মধ্য়বিত্তের গৃহঋণে ভর্তুকির ব্য়বস্থা

৬-১৮ লক্ষ টাকা বার্ষিক আয় যাঁদের তাঁদের গৃহঋণে ভর্তুকির ব্য়বস্থা করা হয়েছে। এই প্রকল্পের সময়সীমা ২০২১ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। উপকৃত হবে ৩.৩ লক্ষ মধ্য়বিত্ত পরিবার। এজন্য় ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে: সীতারমন

17:15 (IST)14 May 20





















ক্ষুদ্র চাষিদের জন্য় ঋণ

৩ কোটি ক্ষুদ্র চাষির জন্য় ৩০ হাজার কোটি টাকার ঋণের ব্য়বস্থা করা হয়েছে। নাবার্ডের মাধ্য়মে মিলবে ঋণ। কিষাণ ক্রেডিট কার্ডে ২ লক্ষ কোটি ঋণ মিলবে। এতে উপকৃত হবেন আড়াই কোটি চাষি: সীতারমন

17:11 (IST)14 May 20





















হকারদের পাশে মোদী সরকার

সহজ শর্তে হকারদের ঋণের ব্য়বস্থা করা হয়েছে। হকারদের জন্য় ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ব্য়বস্থা। এজন্য় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে: সীতারমন

16:57 (IST)14 May 20





















এবার এক দেশ, এক রেশন কার্ড

অগাস্ট মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড চালু হবে। এরফলে দেশের যে কোনও রাজ্য় থেকে রেশন তোলা যাবে:সীতারমন

16:55 (IST)14 May 20





















শহুরে পরিযায়ী ও গরিবদের জন্য় রেন্টাল হাউজিং স্কিম: সীতারমন

শহুরে পরিযায়ী ও গরিবদের জন্য় প্রধানমন্ত্রী আবাস যোজনায় থাকার ব্য়বস্থা করা হচ্ছে। এজ্য় রেন্টাল হাউজিং স্কিম চালু হচ্ছে। এতে কম ভাড়ায় থাকার ব্য়বস্থা করা যাবে: নির্মলা সীতারমন

16:50 (IST)14 May 20





















পরিযায়ী শ্রমিকদের আগামী ২ মাস বিনামূল্য় খাদ্য়শস্য় দেওয়া হবে: সীতারমন

পরিযায়ী শ্রমিকদের একাধিক ঘোষণা করলেন নির্মলা সীতারমন। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ''পরিযায়ী শ্রমিকদের আগামী ২ মাস বিনামূল্য় খাদ্য়শস্য় দেওয়া হবে। রেশন কার্ড না থাকলেও খাদ্য়শস্য় দেওয়া হবে। যাঁরা রেশন পান, তাঁরা মাসে আরও ৫ কেজি খাদ্য়শস্য় বিনামূল্য়ে পাবেন। ৫ কেজি চাল বা গমের সঙ্গে মিলবে এক কেজি ডাল। এতে ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন রাজ্য় সরকারকে এটা লাগু করতে হবে। এজন্য় ৩৫০০ কোটি টাকা খরচ হবে সরকারের''।

16:40 (IST)14 May 20





















স্বনির্ভর গোষ্ঠী নিয়ে কী বললেন সীতারমন?

১২ হাজার স্বনির্ভর গোষ্ঠী ৩ লক্ষ মাস্ক ও ১ লক্ষ ২০ হাজার লিটার স্য়ানিটাইজার তৈরি করেছে: সীতারমন

16:35 (IST)14 May 20





















পরিযায়ী শ্রমিকদের জন্য় কাজের ব্য়বস্থা

পরিয়ায়ী শ্রমিকরা রাজ্য়ে ফিরে যাতে কাজের সুযোগ পান, সেজন্য় তাঁদের একশো দিনের কাজে লাগানোর ব্য়বস্থা করতে হবে রাজ্য়গুলোকে। মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে: সীতারমন

16:35 (IST)14 May 20





















পরিযায়ী শ্রমিকদের জন্য় কাজের ব্য়বস্থা

পরিয়ায়ী শ্রমিকরা রাজ্য়ে ফিরে যাতে কাজের সুযোগ পান, সেজন্য় তাঁদের একশো দিনের কাজে লাগানোর ব্য়বস্থা করতে হবে রাজ্য়গুলোকে। মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে: সীতারমন

16:24 (IST)14 May 20





















পরিযায়ীদের জন্য় রাজ্য়গুলোকে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ

পরিযায়ী শ্রমিকদের প্রতি দায়িত্বশীল সরকার। পরিযায়ী শ্রমিকদের জন্য় স্টেট ডিজাস্টার ফান্ডে রাজ্য়গুলোকে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। থাকা-খাওয়ার জন্য় এই টাকা বরাদ্দ করা হয়েছে: সীতারমন

16:17 (IST)14 May 20





















কৃষিক্ষেত্রে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর: সীতারমন

কৃষিক্ষেত্রে মার্চ-এপ্রিল মাসে ৬৩ লক্ষ ঋণ মঞ্জুর করা হয়েছে। ৮৬ হাজার ৬০০ কোটির ঋণ মঞ্জুর করা হয়েছে: সীতারমন

16:07 (IST)14 May 20





















পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র কৃষকদের জন্য় ৯টি পদক্ষেপ: সীতারমন

পরিযায়ী শ্রমিক, হকার, ক্ষুদ্র কৃষকদের জন্য় ৯টি পদক্ষেপ ঘোষণা করব আজ। ৩টি পদক্ষেপ পরিযায়ী শ্রমিকদের জন্য়: নির্মলা সীতারমন

16:02 (IST)14 May 20





















LIVE: সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাংবাদিক বৈঠক শুরু। 

15:40 (IST)14 May 20





















একটু পরেই শুরু সাংবাদিক বৈঠক

আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই সাংবাদিক বৈঠকে দ্বিতীয় ধাপে ২০ লক্ষ কোটির আর্থিক প্য়াকেজের বিশদে ব্য়াখ্য়া দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ নতুন কী ঘোষণা করেন অর্থমন্ত্রী, সেদিকেই তাকিয়ে সকলে। 

15:25 (IST)14 May 20





















আজ কী ঘোষণা করতে পারেন সীতারমন?

সূত্রের খবর, কৃষিক্ষেত্রে ৫ লক্ষ কোটি টাকার ঋণ ঘোষণা করা হতে পারে। 'মেক ইন ইন্ডিয়া' কর্মসূচির জন্য় পদক্ষেপ করা হতে পারে, এজন্য় ১ লক্ষ কোটি টাকা প্রদান করা হতে পারে। ব্য়ক্তিগত আয়কর দাতা ও পরিযায়ী শ্রমিকদের জন্য় মোট ১ লক্ষ কোট টাকার পদক্ষেপের কথা ঘোষণা করা হতে পারে।

15:06 (IST)14 May 20





















বিকেল ৪: নির্মলা সীতারমনের সাংবাদিক বৈঠক

আজ দ্বিতীয় ধাপে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্য়াকেজের বিশদ ব্য়াখ্য়া দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিকেল ৪টায় সাংবাদিক বৈঠক।

মোদীর আর্থিক প্য়াকেজ নিয়ে সীতারমনের প্রথম পর্যায়ের ঘোষণার পর সোচ্চার হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অন্য়তম শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ”অর্থমন্ত্রীর ঘোষণায় কিছু পাওয়া যায়নি। লক্ষ লক্ষ গরিব, ক্ষুধার্ধ, বিপর্যস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য় কোনও ঘোষণা নেই। রোজ যাঁরা কঠোর পরিশ্রম করছেন, তাঁদের উপর নিষ্ঠুর আঘাত করা হয়েছে”। চিদাম্বরম আরও বলেছেন, ”ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য় পরিমিত প্য়াকেজ ছাড়া আজকের ঘোষণায় আমরা হতাশ”।

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, ”গোটাটাই বিগ জিরো। কাল (মঙ্গলবার মোদী যা বলেছিলেন) যে কথা বলা হয়েছিল, দেশবাসীর আশা জেগেছিল। ভেবেছিলাম হয়তো রাজ্য়গুলো কিছু পাবে। কিছু নেই। অশ্ব ডিম্ব”। মুখ্যমন্ত্রী আরও বলেন, ”এই দুর্দিনেও মানুষকে ধোঁকা, ভাঁওতা দিয়েছে। কর্মসংস্থানের কথা নেই। কিছু দেওয়া হয়নি। শূন্য়ের থালি নিয়ে কী কিছু হবে মানুষের! বিপদে পড়া মানুষকে কিছু দেওয়া হল না। কেন কৃষিঋণ মকুব করা হল না? করোনা মোকাবিলায় কিছুই দেওয়া হল না। কেন্দ্রের প্য়াকেজ আইওয়াশ”।

Nirmala Sitharaman
Advertisment