Advertisment

Jaishankar On Bangladesh Crisis: ভারতের কড়া বার্তায় 'বিস্ফোরক' জবাব বাংলাদেশের! সম্পর্কে ফাটল?

Jaishankar On Bangladesh Crisis: বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaishankar To Brief Parliament On Bangladesh Crisis

সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ কাণ্ডে গর্জে উঠলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Jaishankar On Bangladesh Crisis: বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে ভারত, অবিলম্বে বাংলাদেশের  অন্তর্বর্তী সরকারকে এই ধরণের হিংসা বন্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে ভারত। সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ কাণ্ডে গর্জে উঠলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ।

Advertisment

ইউনূস সরকারকে চরম হুঁশিয়ারি, চিন্ময় প্রভুর মুক্তি দাবিতে সুর চড়ালেন হাসিনা

বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সংসদে বলেছেন যে কেন্দ্রীয় সরকার হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে পরপর ঘটে যাওয়া হিংসার ঘটনাগুলিকে যথাযথ গুরুত্ব সহকারে নিয়েছে। শুক্রবার সংসদে জয়শঙ্কর বলেন, ইতিমধ্যে ভারত এবিষয়ে তার উদ্বেগ বাংলাদেশের সঙ্গে ভাগ করেছে। তিনি আরও বলেন, সংখ্যালঘুসহ নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। জয়শঙ্কর আরও বলেন, "বাংলাদেশে সাম্প্রতিক দুর্গাপূজার সময় মন্দির ও পূজা  মণ্ডপে হামলার খবরও পাওয়া গেছে।"
বিদেশমন্ত্রী এদিন সামগ্রিক পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

২০২৪ সালের দুর্গাপূজার সময় ঢাকার তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সরকার এই সকল ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে’ নাক গলানো উচিত হয়নি ভারতের।

বাংলাদেশে নিহত সইফুল ইসলাম চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন? গুজবে কান না দিয়ে সত্যিটা জানুন

বিতর্কের মাঝেই এমন দাবি করলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছেন। কারও কোনও সমস্যা হচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছেও বলেও দাবি করেন তিনি। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না, আশ্বস্ত করেছেন শফিকুল। সম্প্রতি চিন্ময় প্রভুর গ্রেফতারি এবং তার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ, এই অবস্থায় ভারতের বিবৃতি সম্পর্কে তিনি বলেন, তাঁর কথায়, 'এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারের এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া উচিত হয়নি। ভারতে কোথায় কী হচ্ছে, আমরা তা নিয়ে কখনও কথা বলতে যাই না।'

Bangladesh Jaisankar
Advertisment