Advertisment

"সংখ্যা নিয়ে ভাববেন না, বিরোধীরা সংসদে সক্রিয় হন দেশের স্বার্থে"

১৭ তম লোকসভার প্রথম দফার অধিবেশন শেষ হবে ২৬ জুলাই। প্রথম দু'দিন অধিবেশন পরিচালনা করবেন প্রোটেম স্পিকার ভিরেন্দর কুমার। ১৯ জুন সম্পন্ন হবে স্পিকার নির্বাচন প্রক্রিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Interview to Indian Express: দেশই আমার অগ্রাধিকার, সেটাই আমার দেশপ্রেম

অমিত শাহর সঙ্গে নরেন্দ্র মোদী। (ফাইল ছবি: নীরজ প্রিয়দর্শী)

সদ্য নির্বাচিত ১৭তম লোকসভার অধিবেশন শুরু হল সোমবার। লোকসভার প্রধান হিসেবে প্রথমে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর একে একে শপথ নিলেন অমিত শাহ, রাজনাথ সিংরা। অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী সংসদের বাইরে বলেন, পক্ষ বিপক্ষ ভুলে দেশের বৃহত্তর স্বার্থের জন্য কাজ করা উচিত সবাই মিলে।

Advertisment

১৭ তম লোকসভার প্রথম দফার অধিবেশন শেষ হবে ২৬ জুলাই। প্রথম দু'দিন অধিবেশন পরিচালনা করবেন প্রোটেম স্পিকার ভিরেন্দর কুমার। ১৯ জুন সম্পন্ন হবে স্পিকার নির্বাচন প্রক্রিয়া।

আরও পড়ুন, ধ্বংস জঙ্গি ঘাঁটি, ভারত-মায়ানমার সামরিক অভিযানে বড় সাফল্য

সোমবার, অধিবেশন শুরুর প্রথম দিন সংসদের বাইরে মোদীর মুখে শোনা গেল বিরোধীদের লোকসভায় প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণের কথা। সাংবাদিকদের প্রধানমন্ত্রী বললেন, "সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের প্রত্যক্ষ অংশগ্রহণ খুব জরুরি। সংখ্যা নিয়ে না ভেবে বিরোধীরা সক্রিয়ভাবে লোকসভার সমস্ত প্রক্রিয়ায় অংশ গ্রহণ করুন"।

"আমরা যখন সংসদে আসি। পক্ষ, বিপক্ষ নিয়ে ভাবি না, দেশের বৃহত্তর স্বার্থের জন্য আমরা নিরপেক্ষ হয়ে ভাবার চেষ্টা করি"।

আরও পড়ুন, কাশ্মীরে হতে পারে জঙ্গি হামলা, সতর্ক করল পাকিস্তান

জনতার রায় মাথা পেতে নেওয়ার অনুরোধ করে মোদী বলেন, "বহু বছর পর কোনও একটি রাজনৈতিক দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে দ্বিতীয় দফার জন্য। মানুষ দেশকে সেবা করার জন্য আরেকবার সুযোগ দিয়েছে আমাদের। এই রায় জনতার পক্ষে। আমি সবাইকে অনুরোধ করছি মানুষের সিদ্ধান্ত মাথা পেতে নিতে। আমার অভিজ্ঞতা আমায় বলে সংসদে মসৃণ ভাবে কাজ হলে দেশের মানুষের জন্য আমরা অনেক কাজ করতে পারি"।

Read the full story in English

Parliament General Election 2019 narendra modi
Advertisment