/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/aswini-kumar-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রাক্তন সিবিআই ডিরেক্টর অশ্বিনী কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য় ছড়াল। বুধবার সিমলায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর দেহ। মণিপুর ও নাগাল্য়ান্ডের প্রাক্তন রাজ্য়পাল পদেও দায়িত্ব সামলেছিলেন তিনি।
২০০৮ সালের অগাস্ট মাস থেকে ২০১০ সালের নভেম্বর পর্যন্ত সিবিআই-এর ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন অশ্বিনী কুমার। এর আগে, হিমাচল প্রদেশের ডিজিপি পদে কর্মরত ছিলেন তিনি। আরুষি তলওয়ার হত্য়া মামলার তদন্তের সময় কেন্দ্রীয় সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তিনি।
Former Governor of Manipur and Nagaland, and Ex-CBI Director Ashwani Kumar found hanging at his residence in Shimla: Mohit Chawla, SP Shimla. #HimachalPradesh
— ANI (@ANI) October 7, 2020
আরও পড়ুন: হাথরাস কাণ্ডে বিজেপি নেতাকে নোটিস জাতীয় মহিলা কমিশনের
ময়নাতদন্তের জন্য় ইন্দিরা গান্ধী মেডিক্য়াল কলেজে অশ্বিনী কুমারের দেহ নিয়ে গিয়েছে পুলিশ। ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারায় ছোটা সিমলায় থানায় তদন্তপ্রক্রিয়া শুরু করা হয়েছে বলে খবর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন