Advertisment

Champai Soren: পাওয়া ক্ষমতা হাতছাড়া! ডিগবাজি খাবেন চম্পাই? ভূমিকম্পের আশঙ্কায় ঝাড়খণ্ডের রাজনীতি

Champai Soren: জেএমএম সূত্রে খবর, জোর করে না সরালে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চাইছিলেন না চম্পাই সোরেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Former Jharkhand CM, Champai Soren, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, চম্পাই সোরেন,

Former Jharkhand CM-Champai Soren: হেমন্ত সোরেন জেল থেকে ছাড়া পেতেই চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। (এক্সপ্রেস আর্কাইভ)

Former Jharkhand CM Champai Soren: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বলেছেন যে তিনি রাজনীতি ছাড়বেন না। বদলে তিনি একটি নতুন দল গঠন করতে পারেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা সেরাকেলা-খারসাওয়ান জেলায় তাঁর পৈতৃক গ্রাম ঝিলিঙ্গোরা পৌঁছনোর পরপরই তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই বলেছে, 'এটি আমার জীবনের একটি নতুন অধ্যায়। আমি রাজনীতি ছাড়ব না কারণ আমি আমার অনুগামীদের থেকে প্রচুর ভালবাসা এবং সমর্থন পেয়েছি। সেই অধ্যায় শেষ হয়েছে। আমি এবার একটি নতুন দল গঠন করতে পারি।' এর আগে চম্পাই সোরেন ঘোষণা করেছিলেন যে তিনি তিনটি বিকল্পের কথা ভাবছেন। তার মধ্যে একটি হল- অবসর নেওয়া। দ্বিতীয় হল, একটি নতুন দল শুরু করা। আর, তৃতীয়টি হল অন্য দলে যোগ দেওয়া।

Advertisment

রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে চম্পাই দাবি করেছেন যে ৩ জুলাই, ঝাড়খণ্ড হাইকোর্ট জামিন মঞ্জুর করার পরে হেমন্ত সোরেন কারাগার থেকে বেরিয়ে আসার কয়েক দিন পরে, তাঁর সমস্ত নির্ধারিত কর্মসূচি কোনও ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছিল। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'যখন আমি কর্মসূচি বাতিলের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করি, আমাকে বলা হয়েছিল যে ৩ জুলাই দলীয় বিধায়কদের একটি সভা রয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারব না।'

ওই পোস্টে চম্পাই লিখেছেন, 'যখন কয়েক বছর ধরে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক হয় না, একতরফা নির্দেশ দেওয়া হয়, তখন আমি কার কাছে গিয়ে আমার সমস্যার কথা বলব? আমি এই দলের প্রবীণ সদস্যদের মধ্যে অন্যতম, বাকিরা জুনিয়র। আমার থেকে সিনিয়র যে, তিনি সুপ্রিমো। তিনি আর স্বাস্থ্যের কারণে রাজনীতিতে সক্রিয় নন। তাহলে আমার কাছে কি বিকল্প ছিল? তিনি যদি সক্রিয় হতেন, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হত।'

আরও পড়ুন- ‘কোটার মধ্যে কোটা’, সুপ্রিম রায়ে আপত্তি, ২১ সংগঠনের ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব

জেএমএম সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাটশিলা আসন থেকে তাঁর ছেলেকে প্রার্থী করার জন্য চম্পাইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার পরে দলের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দিয়েছে। এই ব্যাপারে জেএমএম সূত্রে খবর, 'তিনি (চম্পাই) পদত্যাগ করার জন্য একটি ভিত্তি তৈরি করছেন। আর, অনেক ভিত্তিহীন গল্প ছড়ানো হচ্ছে। এটা স্পষ্ট যে তিনি কলকাতায় গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন। তেমনটাই জানা গিয়েছে। তিনি কখন এবং কোথায় বিজেপিতে যোগ দেবেন, তা সবই পরিষ্কার হবে।'

jharkhand CM CM Hemant Soren Chompai Soren
Advertisment