প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা যাননি, এখনও জীবিত রয়েছেন, গুজব উড়িয়ে সরব হলেন পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হয়েছেন বলে গুজব রটে, এরপরই এদিন টুইটারে প্রণব পুত্র লেখেন, ''আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং তাঁর অবস্থা স্থিতিশীল''।
এ প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, ''সোশ্যাল মিডিয়ায় স্বনামধন্য সাংবাদিকরা যেভাবে ভুয়ো খবর ছড়াচ্ছেন, তাতে ভারত এখন ভুয়ো খবরের কারখানা হয়ে গিয়েছে''। অন্য একটি টুইটে অভিজিৎ লিখেছেন, ''আমার বাবা সবসময়ই একজন যোদ্ধা! খুব ধীরে সাড়া দিচ্ছেন চিকিৎসায়''।
অন্যদিকে, 'আর্মি'স রিসার্চ অ্যান্ড রেফারেল' হাসপাতালের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, ''কোমায় আচ্ছন্ন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে''।
আরও পড়ুন: মোদীর সঙ্গে মঞ্চে থাকা মহন্ত নৃত্য গোপাল দাস করোনা আক্রান্ত
উল্লেখ্য, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। সোমবার নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি। এরপর জানা যায়, রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে তাঁর মাথায় চোট লাগে। এতে তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানতে পারেন ডাক্তাররা। এরপরই সোমবার রাতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তাঁর অবস্থা সংকটজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে। এদিকে, প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা চলছে মিরাটী গ্রামে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন