আবারও ধর্ষণের অভিযোগ উঠল এ দেশে। এবার অভিযুক্তের তালিকায় নাম খোদ ভারতীয় সেনাকর্মীদের। এক মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সেনাকর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে আরও তিন সেনাকর্মীর বিরুদ্ধে। যে ঘটনার তদন্ত শুরু করেছে পুণা পুলিশ।
সেনা পুলিশ হাসপাতালে কর্মরত ওই মহিলাকে প্রায় চার বছর আগে এক সেনাকর্মী ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, চার বছর আগে তিনি যখন হাসপাতালে নাইট ডিউটতে ছিলেন, সেসময় ওই সেনাকর্মী তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনা সম্পর্কে তিনি এক শীর্ষ আধিকারিককে জানান। কিন্তু তিনি কোনও পদক্ষেপ নেন নি বলে অভিযোগ মহিলার। বরং তাঁর চাঞ্চল্যকর দাবি যে, ওই শীর্ষ আধিকারিক এটা জানার পর তাঁকে উল্টে যৌন হেনস্থা করেন। তাঁর আরও অভিযোগ, ওই দু'জনই নন, আরও দুই সেনাকর্মী তাঁর সঙ্গে এ আচরণ করে আসছেন।
আরও পড়ুন: M J Akbar Resigned: যৌন হেনস্থার অভিযোগের জেরে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এম জে আকবর
বুধবার সন্ধেয় পুণার একটি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারজন সেনা কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শুধু যৌন হেনস্থা বা ধর্ষণই নয়, নির্যাতিতা আরও অভিযোগ করেছেন যে, একটি ঘটনার ভিডিও তুলেছেন তাঁরা। এ ব্যাপারে কাউকে জানালে ওই ভিডিও অনলাইনে আপলোড করা হবে বলে সেনাকর্মীরা ওই মহিলাকে হুমকিও দেন বলে অভিযোগ।
উল্লেখ্য, গত মে মাসে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতা। এরপরই সেনার তরফে প্রাথমিক তদন্ত শুরু হয়। যার জেরে অভিযুক্তদের অন্যত্র বদলি করে দেওয়া হয়। গত জুলাইয়ে এ ব্যাপারে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন ওই মহিলা। ওই সংস্থার সাহায্যেই থানায় অভিযোগ জানান তিনি। এ প্রসঙ্গে পুণার ডেপুটি কমিশনার জানিয়েছেন যে, মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
Read the full story here in English