নতুন করে হিংসা, অশান্ত মণিপুরে মৃত ৫

Manipur Violence : ফের অশান্ত মণিপুর! দুপক্ষের তুমুল গুলির লড়াইয়ের মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মণিপুরের জিরিবাম জেলায় শনিবার নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে।

Manipur Violence : ফের অশান্ত মণিপুর! দুপক্ষের তুমুল গুলির লড়াইয়ের মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মণিপুরের জিরিবাম জেলায় শনিবার নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
manipur violence

ফের অশান্ত মণিপুর!

Manipur Violence : ফের অশান্ত মণিপুর! দুপক্ষের তুমুল গুলির লড়াইয়ের মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মণিপুরের জিরিবাম জেলায় শনিবার নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জিরিবাম থানা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে জিরিবাম জেলার নুংসেকপিতে এই হামলার ঘটনা ঘটে।

Advertisment

Nitish Kumar: নাড্ডার উপস্থিতিতে 'ক্ষমা' চাইলেন নীতীশ, 'লালু-রাবড়ি রাজকে' নিশানা

শনিবার নতুন করে অশান্ত মণিপুর। জিরিবাম জেলায় আজ সকালে বন্দুকধারীরা ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধকে মাথায় গুলি করে হত্যা করে।  জিরিবামের পাহাড়ি এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ ।

Advertisment

অন্যদিকে, গভীর রাতে জনতা ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্বে মণিপুর রাইফেলস সদর দফতরে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পাল্টা জবাব দেয় পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে রাতভর সংঘর্ষ চলে। এতে ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

ন্ধ স্কুল-কলেজ

রাজ্যে উত্তেজনা থাকায় সমস্ত স্কুল-কলেজ বন্ধের ডাক দেওয়া হয়েছে। মণিপুর ইন্টিগ্রিটি কমিটি (COCOMI) আইনশৃঙ্খলা রক্ষায় সরকারেরব্যর্থতার প্রতিবাদে শাটডাউন এবং পাবলিক কারফিউ আহ্বান করেছে। সকাল থেকেই ইম্ফলের সব দোকানপাট বন্ধ রাস্তাঘাট ও বাজার কার্যত জনশূন্য। গত ৭ দিনে্র মধ্যে এটা চতুর্থ হিংসার ঘটনা। আজকের ঘটনা ছাড়াও বাকি তিনটি ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

Brij Bhushan: সবটাই স্ক্রিপ্টেড ড্রামা! ভিনেশ-বজরং-র কংগ্রেসে যোগদান নিয়ে গর্জে উঠলেন ব্রিজভূষণ

গত বছরের মে মাস থেকে শুরু হওয়া হিংসার ঘটনার মধ্যে প্রথম বারের মতো ১ লা সেপ্টেম্বর মণিপুরে ড্রোন হামলা হয়। ১ সেপ্টেম্বর, জঙ্গিরা ইম্ফল পশ্চিম জেলার কোটরুক গ্রামে পাহাড়ের চূড়া থেকে গুলি চালায় এবং কোট্রুক এবং কাদাংবন্দ উপত্যকার নিম্নাঞ্চলে ড্রোন হামলা চালায়। এতে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

Manipur Manipur Violence