Advertisment

নতুন করে হিংসা, অশান্ত মণিপুরে মৃত ৫

Manipur Violence : ফের অশান্ত মণিপুর! দুপক্ষের তুমুল গুলির লড়াইয়ের মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মণিপুরের জিরিবাম জেলায় শনিবার নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
manipur violence

ফের অশান্ত মণিপুর!

Manipur Violence : ফের অশান্ত মণিপুর! দুপক্ষের তুমুল গুলির লড়াইয়ের মৃত্যু হয়েছে পাঁচ জনের। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মণিপুরের জিরিবাম জেলায় শনিবার নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। জিরিবাম থানা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে জিরিবাম জেলার নুংসেকপিতে এই হামলার ঘটনা ঘটে।

Advertisment

Nitish Kumar: নাড্ডার উপস্থিতিতে 'ক্ষমা' চাইলেন নীতীশ, 'লালু-রাবড়ি রাজকে' নিশানা

শনিবার নতুন করে অশান্ত মণিপুর। জিরিবাম জেলায় আজ সকালে বন্দুকধারীরা ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধকে মাথায় গুলি করে হত্যা করে।  জিরিবামের পাহাড়ি এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ ।

অন্যদিকে, গভীর রাতে জনতা ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্বে মণিপুর রাইফেলস সদর দফতরে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। পাল্টা জবাব দেয় পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। নিরাপত্তা বাহিনী ও জনতার মধ্যে রাতভর সংঘর্ষ চলে। এতে ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

ন্ধ স্কুল-কলেজ

রাজ্যে উত্তেজনা থাকায় সমস্ত স্কুল-কলেজ বন্ধের ডাক দেওয়া হয়েছে। মণিপুর ইন্টিগ্রিটি কমিটি (COCOMI) আইনশৃঙ্খলা রক্ষায় সরকারেরব্যর্থতার প্রতিবাদে শাটডাউন এবং পাবলিক কারফিউ আহ্বান করেছে। সকাল থেকেই ইম্ফলের সব দোকানপাট বন্ধ রাস্তাঘাট ও বাজার কার্যত জনশূন্য। গত ৭ দিনে্র মধ্যে এটা চতুর্থ হিংসার ঘটনা। আজকের ঘটনা ছাড়াও বাকি তিনটি ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

Brij Bhushan: সবটাই স্ক্রিপ্টেড ড্রামা! ভিনেশ-বজরং-র কংগ্রেসে যোগদান নিয়ে গর্জে উঠলেন ব্রিজভূষণ

গত বছরের মে মাস থেকে শুরু হওয়া হিংসার ঘটনার মধ্যে প্রথম বারের মতো ১ লা সেপ্টেম্বর মণিপুরে ড্রোন হামলা হয়। ১ সেপ্টেম্বর, জঙ্গিরা ইম্ফল পশ্চিম জেলার কোটরুক গ্রামে পাহাড়ের চূড়া থেকে গুলি চালায় এবং কোট্রুক এবং কাদাংবন্দ উপত্যকার নিম্নাঞ্চলে ড্রোন হামলা চালায়। এতে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

Manipur Manipur Violence
Advertisment