Advertisment

Nitish Kumar: নাড্ডার উপস্থিতিতে 'ক্ষমা' চাইলেন নীতীশ, 'লালু-রাবড়ি রাজকে' নিশানা

Nitish Kumar: নাড্ডার সঙ্গে একই অনুষ্ঠানে নীতীশ কুমার নিজের ভূল স্বীকার করে একটি বিবৃতিও দিয়েছেন। হঠাৎ কেন ক্ষমা চাইলেন নীতীশ? আরজেডি বা বিরোধী নেতা তেজস্বী যাদবের নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজকাল, তারা তাদের কৃতিত্ব নিয়ে ঢাক বাজাচ্ছে। কিন্তু তারা বিহারের উন্নয়নের জন্য কী কাজ করেছে?

author-image
IE Bangla Web Desk
New Update
nitish nadda

নীতীশ-নাড্ডা

Nitish Kumar: অতীতে দুবার করা ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলেন নীতীশ কুমার। নাড্ডার সঙ্গে একই অনুষ্ঠানে নীতীশ কুমার নিজের ভূল স্বীকার করে একটি বিবৃতিও দিয়েছেন।  

Advertisment

জেডি (ইউ) জাতীয় সভাপতি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন,  তিনি দুবার আরজেডির সাথে হাত মিলিয়ে বড়  "ভুল" করেছেন, তবে ভবিষ্যতে এই ভুলের কোন পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে এক অনুষ্ঠানে মঞ্চ থেকে নীতীশের বার্তা, “আমি দুবার আরজেডির সঙ্গে হাত মিলিয়েছি। কিন্তু আমরা এখন সব সময় এনডিএ-র সঙ্গে থাকব। বিজেপির সঙ্গে আমার আমার সম্পর্ক অনেক পুরনো"।  আরজেডি বা বিরোধী নেতা তেজস্বী যাদবের নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজকাল, তারা তাদের কৃতিত্ব নিয়ে ঢাক বাজাচ্ছে। কিন্তু তারা বিহারের উন্নয়নের জন্য কী কাজ করেছে? রাজ্যের যা কিছু উন্নয়ন সবটাই হয়েছে আমাদের জেডি-ইউ এবং বিজেপি শাসনকালে।” মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন যে দারভাঙ্গা এইমসের কাজও শীঘ্রই শুরু হবে।

Brij Bhushan: সবটাই স্ক্রিপ্টেড ড্রামা! ভিনেশ-বজরং-র কংগ্রেসে যোগদান নিয়ে গর্জে উঠলেন ব্রিজভূষণ

কী বললেন জেপি নাড্ডা?
জেপি নাড্ডাও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিজেপি নেতা বলেন, বিহারে যা কিছু উন্নয়ন হয়েছে তার পুরোটাই হয়েছে ২০০৫ সালের পর থেকে। আজ ২০২৪ সালে বিহার উন্নয়নের শীর্ষে পৌঁছে গিয়েছে। 'লালু-রাবড়ি রাজকে' লক্ষ্য করে নাড্ডা বলেন, আগের পরিস্থিতি সবাই জানে। কোনো উন্নয়ন হয়নি রাজ্যে'।

ব্যস্ত রাস্তায় মহিলাকে ধর্ষণ! দূরে দাঁড়িয়ে ঘটনার ভিডিও করলেন পথচারীরা, বীভৎসতায় শিউরে উঠল দেশবাসী

আসলে নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের দেখা করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। দুই নেতার দেখা করা নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা!  বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তবে ভিডিওটি দু বছরের পুরনো। একই সঙ্গে শুক্রবার সব ধরনের রাজনৈতিক জল্পনার অবসান ঘটালেন নীতীশ কুমার।

Subodh Sarkar: আরজি কর ইস্যুতে মুখ খুললেন মমতা ঘনিষ্ঠ কবি সুবোধ সরকার, স্পষ্ট করলেন অবস্থান

 

Nitish Kumar JP Nadda
Advertisment