যত দিন গড়াচ্ছে, ততই চড়া হচ্ছে পেট্রোল-ডিজেল। দেশে জ্বালানির মূল্যবৃদ্ধিতে কিছুতেই যে লাগাম টানা যাচ্ছে না, তা আরও একবার সামনে এল। মঙ্গলবারও পেট্রোল-ডিজেলের দাম বাড়ল। এদিন বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯০ টাকার বেশি প্রতি লিটার। পেট্রোলের পাশাপাশি দামী হয়েছে ডিজেলও। মুম্বইয়ের ছাড়া, দিল্লি, কলকাতা, চেন্নাই, এবং লখনৌতেও জ্বালানির চড়া দামে নাভিশ্বাস ওঠার অবস্থা শহরবাসীর।
মঙ্গলবার মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯০.২২ টাকা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৮.৬৯ টাকা। রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম এদিন ৮২.৮৬ টাকা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৪.১২ টাকা। জ্বালানির উপর অতিরিক্ত ভ্যাট চাপানোর জেরেই মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: দেশ জুড়ে আবার বাড়ল পেট্রোলের দাম
মুম্বই, দিল্লির পাশাপাশি কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪.৬৮ টাকা। মহানগরে লিটার প্রতি ডিজেলের দাম ঠেকেছে ৭৫.৯৭ টাকা। অন্যদিকে, বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৩.৩৭ টাকা। কর্নাটকের রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম ৭৪.৪০ টাকা। হায়দরাবাদে লিটার প্রতি পেট্রোল কিনতে গেলে গুণতে হবে ৮৭.৮৪ টাকা, যেখানে লিটার প্রতি ডিজেল কিনতে লাগবে ৮০.৬২ টাকা। লখনৌতে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮৫.২৫ টাকা, সেখানে লিটার প্রতি ডিজেলের দাম ৭৪.২৫ টাকা। এদিকে, চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম গিয়ে ঠেকেছে ৮৬.১৩ টাকা। তামিলনাড়ুর রাজধানীতে লিটার প্রতি ডিজেল কিনতে গেলে গুণতে হবে ৭৮.৩৬ টাকা।
এদিকে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেট্রোল-ডিজেলের ক্যান নিয়ে অভিনবভাবে বিক্ষোভ প্রদর্শন করে মহারাষ্ট্র কংগ্রেস। অন্ধ্র, পশ্চিমবঙ্গ, কর্নাটকের মতো অন্য রাজ্যগুলোর সঙ্গে কেন জ্বালানির উপর কর কমানো হচ্ছে না, এ নিয়ে সে রাজ্যের সরকারের উপর তোগ দাগেন মুম্বই কংগ্রেসের সভাপতি সঞ্জয় নিরুপম।