Advertisment

মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলা, নিহত ১৫ জওয়ান

মাওবাদীদের আইইডি বিস্ফোরণে কাঁপল মহারাষ্ট্রের গড়চিরোলি। হামলার ঘটনায় নিহত ১৫ জওয়ান ও এক সাধারণ নাগরিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Gadchiroli Maoist attack, গড়চিরোলিতে মাওবাদী হামলা

মাওবাদীদের আইইডি হামলায় কাঁপল মহারাষ্ট্রের গড়চিরোলি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

লোকসভা নির্বাচনের মধ্যে আবারও হামলা চালাল মাওবাদীরা। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে কাঁপল মহারাষ্ট্রের গড়চিরোলি। হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন জওয়ান ও এক সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ওই এলাকাতেই কমপক্ষে ৩৬টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল মাওবাদীরা। পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীরা হামলা চালায় বলে খবর। বিস্ফোরণস্থলে পুলিশ-মাওবাদী গুলি বিনিময় চলছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।

Advertisment

আরও পড়ুন: ছত্তীসগড়ে বিজেপি বিধায়কের কনভয়ে মাওবাদী হামলা, নিহত ৫

এ ঘটনা প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডিআইজি অঙ্কুশ শিন্ডে বলেন, ‘‘একটি গাড়িতে করে কুরখেড়া থানা থেকে ক্যুইক রেসপন্স টিম পুরাদা গ্রামের দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ ঘটে। ১৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে।’’ গড়চিরোলিতে মাওবাদী হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। হামলা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজনাথ।

উল্লেখ্য, কয়েকদিন আগে ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এ হামলায় ৫ জনের মৃত্যু হয়েছিল বলে বলে জানা গিয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি। কয়েক মাস আগে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল দূরদর্শনের সাংবাদিক ও ২ জন পুলিশ কর্মীর। ওই হামলায় জখম হয়েছিলেন আরও ২ জন। প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল বস্তার অঞ্চলে প্রথম দফার লোকসভা নির্বাচন। ভোটের দু’দিনের মাথায় মাওবাদী হামলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সে এলাকায়।

Read the full story in English

national news
Advertisment