ছত্তীসগড়ে বিজেপি বিধায়কের কনভয়ে মাওবাদী হামলা, নিহত ৫

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা। এ হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে বলে জানা যাচ্ছে।

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা। এ হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে বলে জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Chhattisgarh, ছত্তীসগড়

দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় নিহত বিজেপি বিধায়ক।

লোকসভা ভোটের মুখে মাওবাদী হামলায় কাঁপল ছত্তীসগড়। দান্তেওয়াড়ায় বিজেপি বিধায়কের কনভয়ে আইইডি হামলা চালায় মাওবাদীরা। এ হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে বলে জানা যাচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন বিজেপি বিধায়ক ভীমা মান্ডভি।

Advertisment

Advertisment

আরও পড়ুন: কাশ্মীরে গ্রেফতার ২০১৭-র সিআরপিএফ হামলায় অভিযুক্ত ‘জইশ জঙ্গি’

হামলায় জখম হয়েছেন ছত্তীসগড় পুলিশের ৫ জন কর্মী। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। হামলার পরই ঘটনাস্থলে পাঠানো হয়েছে সিআরপিএফ বাহিনীকে। বস্তার অঞ্চলে মান্ডভিই ছিলেন একমাত্র বিজেপি বিধায়ক। বাকি ১১ জন বিধায়ক কংগ্রেসের। মাওবাদীরাই দান্তেওয়াড়ার বিজেপি বিধায়কের কনভয়ে অতর্কিতে হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল দূরদর্শনের সাংবাদিক ও ২ জন পুলিশ কর্মীর। ওই হামলায় জখম হয়েছিলেন আরও ২ জন। প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল বস্তার অঞ্চলে প্রথম দফার লোকসভা নির্বাচন। ভোটের দু’দিনের মাথায় মাওবাদী হামলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সে এলাকায়।

Read the full story in English

national news