Advertisment

Israel-Hamas ceasefire: গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের সাময়িক ইতি, কোন শর্তে যুদ্ধবিরতি ঘোষণা ইজরায়েল ও হামাসের?

Israel-Hamas ceasefire deal: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে আক্রমণ করার পর থেকে গাজায় যুদ্ধ শুরু হয়। মধ্যস্থতাকারী দেশ হিসাবে কাতার জানিয়েছে, ইজরায়েল এবং হামাস ৪২ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gaza Attack, Israel, Hamas

Israel-Hamas ceasefire: গাজায় যুদ্ধবিরতি ঘোষণা ইজরায়েল ও হামাসের

Israel-Hamas ceasefire deal news: গাজায় ১৫ মাসের দীর্ঘ যুদ্ধের অবসান। যুদ্ধরত ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি হয়েছে। এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় ১৫ মাস ধরে চলা যুদ্ধে জড়িয়ে পড়া ইজরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।

Advertisment

প্রধান মধ্যস্থতাকারী দেশ কাতার বুধবার জানিয়েছে যে, প্য়ালেস্তিনীয় ভূখণ্ডে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে গাজায় হামাসের হাতে বন্দি ৩৩ জন পণবন্দিকে মুক্তি দেওয়া হবে।

হামাসের ঘনিষ্ঠ দুটি সূত্র এর আগে সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে যে ইজরায়েল প্রায় ১ হাজার প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেবে, অন্যদিকে ইজরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন আরও শতাধিক মুক্তি পাবে।

কাতারি, মার্কিন, ইজরায়েল এবং প্যালেস্তিনীয় কর্মকর্তা এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী চুক্তির প্রত্যাশিত প্রাথমিক পর্যায়ের মূল বিবরণ রয়েছে।

Advertisment

পণবন্দি-কয়েদি বিনিময়

কাতার বুধবার জানিয়েছে যে ইজরায়েল এবং হামাস রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি এবং ১৫ মাস যুদ্ধের পরে পণবন্দি ও কয়েদিদের বিনিময়ে সম্মত হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি বলেছেন, চুক্তির প্রথমে ৪২ দিনের পর্যায়ে ৩৩ ইজরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, যা একটি "স্থায়ী যুদ্ধবিরতি" হতে পারে।

তিনি বলেছিলেন যে প্রথম মুক্তি পাবে সাধারণ মহিলা এবং সেইসঙ্গে শিশু, বয়স্ক মানুষ। অসুস্থ সাধারণ এবং আহত ব্যক্তিরা।"

মঙ্গলবার ইজরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন যে, ৩৩ পণবন্দির বিনিময়ে ইজরায়েল ভারী মূল্য দিতে প্রস্তুত। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইজরায়েলি আধিকারিক বলেছেন যে পণবন্দিদের বিনিময়ে কয়েক শতাধিক সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে, চূড়ান্ত সংখ্যা নির্ভর করে ৩৩ পণবন্দির মধ্যে কতজন বেঁচে গেছে তার উপর।

আরও পড়ুন সামরিক আইন জারি করাই কাল হল, গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট

হামাসের ঘনিষ্ঠ দুটি সূত্র সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছে, ইজরায়েল প্রায় ১,০০০ প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে সাজাপ্রাপ্তরাও রয়েছেন। শেখ মহম্মদ বলেন, দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইজরায়েলি পণবন্দিদের বিনিময়ে মুক্তি দেওয়া প্যালেস্তিনীয় বন্দিদের সংখ্যা প্রাথমিক ৪২ দিনের মধ্যে "চূড়ান্ত" করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে আক্রমণ করার পর থেকে গাজায় আটক ৯৪ পণবন্দিদের মধ্যে এই ৩৩ জন রয়েছেন, যার পর থেকে যুদ্ধ চলছেই। মোট পণবন্দিদের মধ্যে ইজরায়েলি সেনাবাহিনীর দ্বারা মৃত ঘোষণা করা ৩৪ জনও রয়েছে। টাইমস অফ ইজরায়েলের মতে, আধিকারিকরা বিশ্বাস করেন যে ৩৩ জন পণবন্দি বেঁচে আছেন, যদিও হামাস এখনও এটি নিশ্চিত করেনি।

Israel Cease Fire Hamas Qatar israel palestine war Israel Palestine Conflict
Advertisment