স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই কারণেই ভিন দেশে পাড়ি জমানো। গত চার বছর সবই ঠিকঠাক ছিল। কিন্তু, রুশ হামলায় সব ওলোটপালোট হয়ে গেল। মর্মান্তিক পরিণতি ঘটল ভারতীয় পড়ুয়ার। খিরকিভ রাশিয়ান মিসাইল আক্রমণে প্রাণ গেল এক ভারতীয় পড়ুয়ার। বিদেশমন্ত্রকের তরফেও এই মৃত্যির খবর নিশ্চিত করা হয়েছে।
২০ বছর বয়সী মৃত ভারতীয় ছাত্র শেখারাপ্পা জ্ঞানাগৌদর কর্নাটকের বাসিন্দা। খারকিভ ন্যাশনাল মেডিক্যাল কলেজের চতুর্থবর্ষের ছাত্র ছিল সে। শেখরাপ্পার হস্টেলের বন্ধু শ্রীধর গোপালকৃষ্ণণ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, একটি মুদিখানার কাছে দাঁড়িয়েছিল সে। তখনই রুশ মিসাইল হামলা চলে। তাঁর দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো হাসপাতোলে ওর মৃতদেহ রয়েছে, কিন্তু সেখানে যাওয়া যাচ্ছে না।
রাশিয়ার সীমান্ত থেকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত। গত কয়েকদিন ধরে এই শহর রুশ হামলার শিকার। এই শহরের বহু এলাকায় ভারতীয় মেডিক্যাল পড়ুয়ারা থাকেন।
আরও পড়ুন- খারকিভে রুশ হামলার বলি ভারতীয় পড়ুয়া, তীব্র নিন্দায় দিল্লি
খারকিভে ভারতীয় পড়ুয়ার মৃত্যির পরই বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতদের তলব করেছেন। খারকিভ সহ যেসব শহরে ভারতীয় পড়ুয়ারা এখনও রয়েছেন তাদের জরুরীভিত্তিতে নিরাপদে ফেরাতে উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে জানিয়েছেন, 'একই পদক্ষেপ করেছেন রাশিয়া ও ইউক্রেনে স্থিত ভারতীয় রাষ্ট্রদূতও।'
এদিন শুরুতেই ইউক্রেনের রাজধানী কিভ ছাড়তে ভারতীয় পড়ুয়াদের পরামর্শ দেয় দিল্লি। ইউক্রেনের ভরতীয় দূতাবাসের তরফে টুইটে বলা হয়েছে, 'ট্রেনে বা অন্য কোনও উপায়ে পড়ুয়া সহ সকল ভারতীয়দের দ্রুততার সঙ্গে কিভ ছাড়তে বলা হচ্ছে।'
Read in English