/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/doodle_759.jpg)
ভারতে প্রথম মে দিবস উদযাপন হয় মাদ্রাজে অর্থাৎ এখনকার চেন্নাইয়ে।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে গুগল শুভেচ্ছা জানাল তাঁদের আজকের ডুডলের মাধ্যমে। মঙ্গলবার তাঁরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যন্ত্রপাতি দিয়ে একটি ইলাস্ট্রেশন তৈরি করেছে গুগল। এতে স্টেথোস্কোপ, শ্রমিকের হেলমেট, ল্যাবরেটরির সরঞ্জামের পাশাপাশি রাখা হয়েছে রান্নার জিনিসপত্রও। এতদিন পয়লা মে শুধু শ্রমিক দিবস হিসাবে কিছু বিশেষ পেশার সঙ্গে জড়িত মানুষদেরই এইদিন শুভেচ্ছা জানান হত। তবে গুগল এই ডুডলের মাধ্যমে নীরবে দাবী রেখেছে যে কোন ক্ষেত্রে শ্রমদানই এই শুভেচ্ছা পাবার যোগ্য।
১ সেপ্টেম্বরে মার্কিন মুলুকে প্রথম পালিত হয় মে দিবস। উনিশ শতকে শিল্পপতিরা শ্রমিকদের ওপর যথেচ্ছাচার চালাতেন এবং তাঁদের বাধ্য করতেন দিনে ১৫ ঘন্টা কাজ করতে। অবশেষে একটি গন অভ্যুত্থানের মাধ্যমে শ্রমিকরা বেতনসহ ছুটি এবং নায্য শ্রমমূল্যের দাবী তোলে। তাঁদের দাবির আওতায় দিনে আট ঘন্টা শ্রমের উল্লেখও ছিল। তাঁর পর থেকেই প্রতি বছর এই বিশেষ দিনটি শ্রমিক দিবস হিসাবে পালিত হয়।
আরও পড়ুন: পরমব্রতর ভুবন মাঝি, বাংলাদেশের পর এবার ভারতেও
ভারতে শ্রমিক দিবস প্রথম পালিত হয় মাদ্রাজে অর্থাৎ এখনকার চেন্নাইয়ে। ১৯২৩ সালে প্রথম মে ডে উদযাপন শুরু করে দ্য লেবার কিসান পার্টি অফ হিন্দুস্থান। তাদের নেতা কমরেড সিঙ্গারাভেলার এই উপলক্ষে দুটি মিটিং করেন। একটি ত্রিপলিকেন বিচে ও আর একটি মাদ্রাজ হাইকোর্টের বিপরীতে। তাঁদের দাবি ছিল সরকারকে এই দিনটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষনা করতে হবে।