scorecardresearch

সরকারি স্কুল শিক্ষক থেকে হয়ে উঠলেন সন্ত্রাসবাদী, উদ্ধার ‘সুগন্ধী বোমা’, চমকে ওঠার মত কাহিনী…

পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া জঙ্গির নাম আরিফ

Guess who’s joining a crash course on India? The Taliban from Kabul
তালিবান। ফাইল চিত্র

শিক্ষক থেকে সন্ত্রাসবাদী হয়ে ওঠার কাহিনী…! বৃহস্পতিবার বড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশ জম্মু ও কাশ্মীরের নারওয়াল এলাকা থেকে এক শিক্ষককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে মিলেছে একটি পারফিউম বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত শিক্ষক গত বছরের মে মাসে বৈষ্ণো দেবী যাত্রায় ভয়াবহ বিস্ফোরণের মুল মাথা। সেই হামলায় চার তীর্থযাত্রী নিহত হয়। পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া জঙ্গির নাম আরিফ, ধৃত জঙ্গি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার বাসিন্দা। পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আগে আরিফ স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষকতা করতেন। পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈয়বার সঙ্গে আরিফের যোগসূত্র রয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সক্রিয় সদস্য ছিল আরিফ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। তদন্তে জানা গেছে, আরিফ তিন বছর ধরে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দেশবিরোধী একাধিক কার্যকলাপের অভিযোগ রয়েছে আরিফের বিরুদ্ধে।

আরও পড়ুন: [ মধ্যবিত্তের জন্য বিরাট ধাক্কা, লিটার প্রতি দুধের দাম অনেকটাই বাড়াল আমুল ]

ডিজিপি সিং আরও বলেছেন যে এই প্রথম আমরা একটি পারফিউম আইইডি উদ্ধার করেছি। আমরা এর আগে কোনো পারফিউম আইইডি উদ্ধার করিনি। পুলিশ জানিয়েছে যে তারা আইইডিটি বিশেষ তদন্তকারী দলের কাছে হস্তান্তর করেছে। বিশেষজ্ঞদের ধারণা, নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারণে উপত্যকায় বড় ধরনের সন্ত্রাসী ঘটনা এড়ানো গেছে। তদন্তে আরও জানা গেছে, ডিসেম্বরের শেষ দিকে আরিফ তিনটি পারফিউম আইইডি সরবরাহ করেছিল, যার মধ্যে দুটি আইইডি মারওয়াল এলাকায় ব্যবহৃত হয়েছিল। আরিফ স্বীকার করেছেন যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শাস্ত্রী নগরে আইইডি বিস্ফোরণের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Government school teacher arrested two blast cases in jammu solved