তিন মাসের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)- এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিস-এর আধিকারিক সঞ্জয় মিশ্র। একই সংস্থায় প্রিন্সিপাল স্পেশাল ডিরেক্টর হিসেবেও নিযুক্ত হন তিনি। আড়াই বছর দায়িত্ব সামলানোর পর বর্তমান ডিরেক্টর কার্নাল সিং শনিবার অবসর নিলেন।
১৯৮৪-র অঙ্গ রাজ্য ক্যডারের আইপিএস আধিকারিক সঞ্জয় মিশ্র এতদিন দিল্লির আয়কর দফতরের মুখ্য কমিশনার ছিলেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় এনডিটিভি-র ভূমিকা খতিয়ে দেখার দায়িত্বে ছিলেন মিশ্র।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ইডি-র ডিরেক্টর হিসেবে মিশ্রের নিয়োগ কেন্দ্রের আপতকালীন সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে। কারণ সঞ্জয় মিশ্রের নাম ইডি-র স্মভাব্য ডিরেক্টরের তালিকায় ছিল না।
আরও পড়ুন, ৮,১০০ কোটি টাকার ঋণ জালিয়াতি; স্টার্লিং বায়োটেকের পলাতক প্রোমোটারদের খোঁজে ইডি
রাজনৈতিক মহলের ধারণা ছিল অবসর করার পর কার্নাল সিং-এর মেয়াদ আরও কিছু দিন বাড়ানো হবে। তবে গত সপ্তাহে সিবিআই এর সবচেয়ে ক্ষমতাসম্পন্ন এক এবং দু'নম্বর আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর, নতুন করে মেয়াদ বাড়ানো হল না অবসরপ্রারপ্ত ইডি ডিরেক্টরের ক্ষেত্রেও। তবে সূত্রের খবর অনুযায়ী কার্নাল সিং নিজেও আর দায়িত্ব সামলাতে চাননি। এর আগে বার তিনেক মেয়াদ বাড়ানো হয়েছে মিশ্রের। আদালতের নির্দেশ অনুসারে ২০১৬ সালের অক্টোবর থেকে ইডি-র ডিরেক্টর পদের দায়িত্ব সামলেছেন সঞ্জয় মিশ্র।
কাকতালীয় ভাবে, সিবিআই-এর সদ্য অপসারিত ডিরেক্টর অলোক ভার্মা এবং কার্নাল সিং একই ক্যাডারের আইপিএস অফিসার। দুজনেই বহুদিন দিল্লি পুলিশের হয়ে কাজ করেছেন।
Read the full story in English