Advertisment

স্মল সেভিংসে সুদের হার কমাল কেন্দ্র

চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সুদের হার ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছে "প্রতি ত্রৈমাসিকের শুরুতে সুদের হার নির্ধারণ করা ভারত সরকারের সিদ্ধান্ত"।

author-image
IE Bangla Web Desk
New Update
ppf

২০১৯-২০ অর্থ বর্ষে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ০.১ শতাংশ কমাল কেন্দ্র। সেভিং ডিপোজিট ছাড়া বাকি সব ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেই সুদের হার ০.১ শতাংশ কমানো হয়েছে। সেভিং ডিপোজিটে সুদের হার বার্ষিক ৪ শতাংশই থাকছে।

Advertisment

চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সুদের হার ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছে "প্রতি ত্রৈমাসিকের শুরুতে সুদের হার নির্ধারণ করা ভারত সরকারের সিদ্ধান্ত"।

এবার ভিন রাজ্যেও গ্রাহ্য হবে রেশন কার্ড

বিভিন্ন প্রকল্পে সুদের হার কত হল?

পিপিএফ (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-প্রকল্পে সুদের হার দাঁড়াল ৭.৯ শতাংশ। এই প্রকল্পে আগে সুদের হার ছিল ৮ শতাংশ।

১১২ মাসে ম্যাচুরিটি হওয়া কেভিপি-র সুদ ছিল ৭.৭ শতাংশ, এখন তা ১১৩ মাসে মেয়াদ পরিপূর্ণ করার পর সুদ পাবে ৭.৬ শতাংশ।

কন্যাসন্তানদের জন্য সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.৫ শতাংশ থেকে সুদের হার দাঁড়াল ৮.৪ শতাংশ।

পাঁচ বছরের মেয়াদি সঞ্চয়ে (টার্ম ডিপোজিট) সুদের হার ৭.৭ শতাংশ হল।

রেকারিং-এর ক্ষেত্রে ৭.৩ শতাংশ থেকে সুদের কমে হল ৭.২ শতাংশ।

Read the full story in English

Govt of India
Advertisment