Advertisment

বৈদ্যুতিক গাড়িতে জিএসটি কমল

বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। বৈদ্যুতিক গাড়ির চার্জারের ক্ষেত্রেও জিএসটি কমানো হল।

author-image
IE Bangla Web Desk
New Update
gst, জিএসটি

বৈদ্যুতিক গাড়িতে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার।ছবি: টুইটার।

বৈদ্যুতিক গাড়ির ক্রেতাদের জন্য সুখবর। বৈদ্যুতিক গাড়িতে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হল। বৈদ্যুতিক গাড়ির চার্জারের ক্ষেত্রেও জিএসটি কমানো হল। বৈদ্যুতিক গাড়ির চার্জারে ১৮ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হল ৫ শতাংশ। আগামী ১ অগাস্ট থেকে এই নয়া হারে জিএসটি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

Advertisment

আরও পড়ুন: গরু নিঃশ্বাসে অক্সিজেন ত্যাগ করে, বিশ্বাস মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: সরকার বিল পাশ করতে তাড়াহুড়ো করছে, রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি ১৭ বিরোধী দলের

স্থানীয় কর্তৃপক্ষের থেকে বৈদ্যুতিক গাড়ি ভাড়া নিলে সেক্ষেত্রেও জিএসটি কমানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল। জিএসটি পরিষদের ৩৬তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে এই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কাউন্সিলের বৈঠক হয়। জিএসটি কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সোসাইটি অফ ম্যানুফ্যাকচার্স অফ ইলেক্ট্রনিক ভেহিক্যালস (এসএমইভি)।

Read the full story in English

national news GST
Advertisment