Fire in local train: এবার চলন্ত লোকাল ট্রেনে আগুন। সোমবার সকালে হাসনাবাদ-শিয়ালদা শাখার একটি লোকাল ট্রেনে আগুন লেগে যায় বলে অভিযোগ। যাত্রীদের প্রবল চিৎকারে শেষমেশ ট্রেন থামিয়ে দেন চালক। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে যান অনেক যাত্রী। ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে আধঘণ্টারও বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। পরে গন্চব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
এবার চলন্ত লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে ৬টা ৪০ মিনিটে উত্তর ২৪ পরগনার সণ্ডালিয়া স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ে একটি লোকাল ট্রেন। ওই ট্রেনের একটি মহিলা কামরায় আগুন লেগে যায় বলে অভিযোগ। যাত্রীদের প্রবল চিৎকারে ট্রেন থামিয়ে দেন চালক।
ট্রেন থেমে গেলে অনেক যাত্রীই আতঙ্কে নেমে যান। সণ্ডালিয়া স্টেশনে এরপর আধঘন্টারও বেশি সময় ধরে ট্রেনটি আটকে ছিল। এদিকে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন- West Bengal News Live: SSC-র ২৬ হাজার চাকরি বাতিল মামলা, আজ শুনানি সুপ্রিম কোর্টে
বড় কোনও বিপত্তি না ঘটলেও ট্রেনে যান্ত্রিক ত্রুটি সংক্রান্ত কোনও কারণের জেরে এই আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিন সণ্ডালিয়া স্টেশনে আধ ঘন্টার বেশি সময় ধরে ট্রেনটি দাঁড়িয়েছিল। রেলের ইঞ্জিনিয়াররা ট্রেনটি পরীক্ষা করে দেখেছেন। আধঘন্টা পর শেষমেশ ট্রেটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। আতঙ্ক ছড়ালেও এদিন বড় কোনও বিপত্তি ঘটেনি।
আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের দুরন্ত কামব্যাক! আরও নামবে পারদ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?