বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলে নাম ডাকা হলে আর 'ইয়েস ম্যা'ম' কিমবা ইয়েস স্যার' বলা যাবে না। বলতে হবে 'জয় হিন্দ' কিমবা 'জয় ভারত'। সরকারি বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে, ছোট বয়সেই পড়ুয়াদের জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করতে এই নিয়ম চালু করা হয়েছে।
রাজ্য জুড়ে সমস্ত স্কুলে রোল কলের সময় বলতে হবে 'জয় ভারত' অথবা 'জয় হিন্দ'। নতুন বছরে নিয়ম করল গুজরাট সরকার।
Advertisment
গুজরাটের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে রাজ্য সরকার জারি করেছে এক বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুলে নাম ডাকা হলে আর 'ইয়েস ম্যা'ম' কিমবা ইয়েস স্যার' বলা যাবে না। বলতে হবে 'জয় হিন্দ' কিমবা 'জয় ভারত'। সরকারি বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে, ছোট বয়সেই পড়ুয়াদের জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ করতে এই নিয়ম চালু করা হয়েছে।
নতুন বছর থেকে গুজরাটের সমস্ত সরকারি, বেসরকারি, সরকারি অনুদান প্রাপ্ত স্কুলে নাম ডাকলে জবাব দিতে হবে 'জয় ভারত' না হয় 'জয় হিন্দ'।
গুজরাটের শিক্ষামন্ত্রী ভুপেন্দ্রসিং চুদাসামা বলেছেন, "এ ধরণের দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত হওয়া তো খারাপ কিছু না। গুজরাটে বহু বছর আগে এটাই রীতি ছিল, মাঝে ভুলে গিয়েছিলাম আমরা"।