Advertisment

রাম জন্মভূমিতে তীর্থে গেলেই মিলবে নগদ ৫ হাজার, বড় ঘোষণা সরকারের

রাজ্যের আদিবাসী পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা গুজরাট সরকারের।

author-image
IE Bangla Web Desk
New Update
ayodhya

অযোধ্যায় রাম মন্দিরের রেপ্লিকা। ফাইল ছবি

রাজ্যের আদিবাসী পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা গুজরাট সরকারের। রাম জন্মভূমি অযোধ্যায় তীর্থে গেলেই সরকার ৫ হাজার টাকা আর্থিক অনুদান দেবে।

Advertisment

রাজ্যের পর্যটন মন্ত্রী পুর্ণেশ মোদী শনিবার সরকারি ভাবে বিবৃতি জারি করেছেন এই মর্মে। তিনি বলেছেন, আদিবাসীরা শবরীমালার বংশধর যিনি ১৪ বছর বনবাসের সময় রামের সান্নিধ্যে এসেছিলেন।

শুক্রবার আদিবাসী অধ্যুষিত দাঙ্গস জেলায় সুবীর গ্রামে শবরী ধামে একটি জন সমাগমে মোদী ঘোষণা করেন, রাম জন্মভূমি, কৈলাস মানসরোবর যাত্রা, সিন্ধু দরশ্ন এবং শ্রাবণ তীর্থযাত্রায় যে আদিবাসীরা যাবেন তাঁদের জন্য সরকার অনুদান দেবে।

আরও পড়ুন মানতে হবে করোনা-বিধি, আজ থেকে ফের খুলছে শবরীমালার দরজা

প্রসঙ্গত উল্লেখ্য, দশেরা উদযাপনের সময় মন্ত্রী বলেছিলেন রাজ্য সরকার সাতপুরাতে পর্যটন সার্কিট গঠন করছে। দাঙ্গস থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত নর্মদা জেলায় এই পর্যটন সার্কিট গড়ে উঠবে। এমনটাই জানিয়েছেন বিবৃতিতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ayodhya Ram Janmabhumi Tribal
Advertisment