Advertisment

'হর ঘর তিরঙ্গা' কর্মসূচীতে মোদীরাজ্যে উড়বে ১ কোটি জাতীয় পতাকা, ঘোষণা গুজরাট সরকারের

১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে রাজ্যে উত্তোলন করা হবে ১ কোটি জাতীয় পতাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
National Flag, Flag Code of India 2002, India flag code, Har Ghar Tiranga campaign, Azadi Ka Amrit Mahotsav, indian express

দেশে উড়বে ২০ কোটির বেশি জাতীয় পতাকা, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে গোটা দেশে ২০কোটি ঘরে ১০০কোটি মানুষ ওড়াবেন জাতীয় পতাকা। ইতিমধ্যেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার গুজরাট সরকারের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচীতে ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে রাজ্যে উত্তোলন করা হবে ১ কোটি জাতীয় পতাকা।

Advertisment

স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে ইতিমধ্যেই জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে বড়সড় রদবদল এনেছে কেন্দ্র। দিনে রাতে সর্বক্ষণ উত্তোলন করা যাবে জাতীয় পতাকা। স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে গুজরাট সরকারের তরফে এই অভিনব ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, তিন দিনব্যাপী জনগণ নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন। পাশাপাশি অফিস কাছারি সহ সরকারি ভবনের উপরেও উত্তোলন করা হবে জাতীয় পতাকা।

আরও পড়ুন: <গত ২৪ ঘণ্টাতেও করোনায় কাবু হাজার-হাজার ভারতীয়, বেড়েই চলেছে অ্যাক্টিভ কেস>

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে গুজরাটের সাতটি স্থানে রাজ্য সরকারের আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই স্থানগুলি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানগুলি হল ভাবনগর, সুরাট, আহমেদাবাদ, পোরবন্দরের কীর্তি মন্দির, নর্মদাতে স্ট্যাচু অফ ইউনিটি এবং নভসারিতে ডান্ডি লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল এবং কচ্ছের শ্যামজি কৃষ্ণ বর্মা স্মৃতিসৌধ। ভাবনগরকে বেছে নেওয়া হয়েছে কারণ ঠক্কর বাপা, এই জেলার বাসিন্দা।

PM Narendra Modi gujrat National Flag
Advertisment