Advertisment

ফৈয়াজ আহমেদ ফৈয়াজের কবিতা নিয়ে বিতর্ক দুর্ভাগ্যজনক: গুলজার

"ফৈয়াজ আহমেদ ফৈয়াজকে হিন্দুবিরোধী বলে আখ্যা দেওয়া এতই হাস্যকর যে সে নিয়ে সিরিয়াসলি আলোচনা করা খুবই দুঃসাধ্য ব্যাপার।"

author-image
IE Bangla Web Desk
New Update
Gulzar

ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

কানপুর আইআইটি-তে সিএএ এনআরসি বিরোধী বিক্ষোভের সময়ে ফৈয়াজ আহমেদ ফৈয়াজের হাম দেখেঙ্গে আবৃত্তি করা হয়েছিল। সে নিয়ে অভিযোগ ওঠায়, তদন্তের জন্য একটি কমিটি গঠিত হয়েছে। বর্ষীয়ান গীতিকার ও কবি গুলজার বলেছেন, কবির কিছু পংক্তিগুলি পরিপ্রেক্ষিতবিহীন ভাবে ব্যবহার করা হচ্ছে, এবং তাঁর কবিতাকে হিন্দুবিরোধী বলে বর্ণনা করা ঠিক নয়।

Advertisment

গোটা বিতর্কের নিন্দা করে গুলজার বলেন, "একজন ওই মানের কবি, যিনি প্রগতিশীল লেখক আন্দোলনের পুরোধা, তাঁকে ধর্মের মত বিষয়ে জড়িয়ে ফেলা ঠিক হবে না। তিনি যাই করুন, তা মানুষের জন্য করেছেন, সারা পৃথিবী তাঁকে ও তাঁর কাজের কথা মনে রাখবেন। তিনি কবিতা লিখেছেন জিয়া উল হকের সময়ে, এবং একে ভুল প্রেক্ষিতে দেখা ঠিক হবে না। এটা যারা করছে, ভুল করছে। ফৈয়াজের কাজকে কাজের মত করেই দেখা উচিত।"

আরও পড়ুন: ফৈয়াজের কবিতা পাঠে তদন্ত কমিটি আইআইটি কানপুরে

বুধবার ফৈয়াজের মেয়ে বলেছেন, তাঁর বাবার লেখার আবেদন পৌঁছত সেই সব মানুষদের কাছে, যাঁরা নিজেদের প্রকাশ করতে চান। তিনি বলেন, তাঁর বাবার কবিতাকে হিন্দু বিরোধী বলা দুঃখের নয়, মজার।



সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সালিমা হাশমি বলেন, "ফৈয়াজ আহমেদ ফৈয়াজের হাম দেখেঙ্গে হিন্দুবিরোধী বলে আখ্যা দেওয়া খুবই হাস্যকর। একদল লোক কবিতার বার্তা নিয়ে তদন্ত করছে এতে দুঃখের কিছু নেই, এটা মজার ব্যাপার।অন্য দিক থেকে ব্যাপারটা ভেবে দেখুন, শেষ পর্যন্ত ওঁরা উর্দু কবিতা ও তার মেটাফর নিয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন। ফৈয়াজের ক্ষমতাকে ছোট করে দেখবেন না।"

গীতিকার জাভেদ আখতারও এই বিতর্ককে হাস্যকর আখ্যা দিয়েছেন এবং বলেছেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখাটা খুবই কষ্টকর। এই বিতর্ক সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাভেদ আখতার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, "ফৈয়াজ আহমেদ ফৈয়াজকে হিন্দুবিরোধী বলে আখ্যা দেওয়া এতই হাস্যকর যে সে নিয়ে সিরিয়াসলি আলোচনা করা খুবই দুঃসাধ্য ব্যাপার।"

জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রদের সমর্থনে এক কর্মসূচিতে আইআইটি কানপুরের ছাত্রছাত্রীরা সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন, এ অভিযোগ ওঠে গত ২২ ডিসেম্বর। এর পর ফৈয়াজ আহমেদ ফৈয়াজের বিখ্যাত কবিতা হাম দেখেঙ্গে আবৃত্তি করা নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়।

Advertisment