মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের বিরুদ্ধে কড় পদক্ষেপ করল পাকিস্তান। সন্ত্রাসবাদে আর্থিক মদতের অভিযোগে বুধবার হাফিজকে অভিযুক্ত করল পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। উল্লেখ্য, গত ১৭ জুলাই সইদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ২৩টি এফআইআর দায়ের করে পাঞ্জাব পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।
আরও পড়ুন: মোদী নির্দোষ গুজরাত দাঙ্গায়, কাঠগড়ায় পুলিশ: নানাবতী কমিশন
জানা গিয়েছে, পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগ রয়েছে সইদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই অভিযোগেই জামাত-ইদ-দাওয়া প্রধানকে গ্রেফতার করে পুলিশ। কোট লাখপত জেলে বন্দি রয়েছেন হাফিজ। সন্ত্রাসবাদে আর্থিক মদতের অভিযোগে লাহোর, গুজরানওয়ালা, মুলতানে মামলা দায়ের করা হয়েছিল বলে খবর।
আরও পড়ুন: “নাগরিকত্ব সংশোধনী বিল ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর ছক”
সন্ত্রাসবাদে আর্থিক মদতের বিষয়ে আন্তর্জাতিত মহলের চাপে রয়েছে ইমরান খান সরকার। এর জেরেই এই অভিযোগে লস্কর এ তইবা, জামাত-ইদ-দাওয়ার মতো জঙ্গিদলের উপর তদন্ত চালায় সে দেশের সরকার। প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল হাফিজ। যে ঘটনায় ১৬৬ জনের মৃত্যু হয়।
Read the full story in English