Israel Gaza war: 'আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছি, হিসাব বরাবর', হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে গর্জে উঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি গাজার জনগণের জন্য বিশেষ বার্তা দিয়েছেন
১৭ অক্টোবর ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে তিন হামাস জঙ্গির। তার মধ্যে সবচেয়ে 'ভয়ঙ্কর' হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে।
গত এক বছরের বেশি সময় ধরে চলছে ইজরায়েল -হামাস যুদ্ধ। এই চলমান সংঘাতে ইজরায়েলি সেনাবাহিনী একটি বড় সাফল্য অর্জন করেছে। ১৭ অক্টোবর ইজরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হামাসের সবচেয়ে 'ভয়ঙ্কর' নেতার মৃত্যুর তথ্য দিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, আমরা অশুভ শক্তিকে দূর করেছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আমরা হামাস নেতাকে 'হত্যা'র প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা পূরণ করেছি। লড়াইয়ে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
'পরিস্থিতি বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে'! 'ভাইজান'কে হুমকি, পুলিশ মহলে তোলপাড়
তার ভাষণে ইজরায়েলি প্রধানমন্ত্রী বন্দীদের মুক্তিকে তার সর্বোচ্চ প্রতিশ্রুতি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দী মুক্তিতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো। এছাড়া গাজাবাসীর উদ্দেশে একটি বার্তাও দেন প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু বলেছেন, সিনওয়ার আপনাদের জীবনকে নরকে পরিণত করেছে। সে নিজেকে জীবন্ত সিংহ বলে দাবি করলেও বাস্তবে আমাদের ভয় পেয়ে গোপন আস্তানায় ঘাঁটি গেড়েছিল। আমাদের সেনারা তাকে হত্যা করেছে। ইহুদি নেতা সিনওয়ারের মৃত্যুকে হামাসের শাসনের পতন হিসেবে অভিহিত করে তিনি এটিকে ইজরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ 'মাইলফলক' বলে উল্লেখ করেছেন।
ইয়াহিয়া সিনওয়ারকে গত বছর ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচনা করা হয়। ইয়াহিয়া সিনওয়ার জঙ্গি সংগঠন হামাসের প্রধান ছিলেন।