Advertisment

Salman Khan Threat: 'বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হাল হবে'! 'ভাইজান'কে ফের হুমকি, পুলিশ মহলে তোলপাড়

Salman Khan Threat: 'পরিস্থিতি বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে', ফের হুমকি বার্তা পেলেন বলিউডের 'ভাইজান'। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 'ঘনিষ্ঠ' ব্যক্তি বলে দাবি করে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি বার্তা পাঠানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
salman khan threat

আবারও হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান।

Salman Khan Threat: 'পরিস্থিতি বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে', ফের হুমকি বার্তা পেলেন বলিউডের 'ভাইজান'।  লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 'ঘনিষ্ঠ' ব্যক্তি বলে দাবি করে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি বার্তা পাঠানো হয়েছে। 

Advertisment

হুমকি বার্তায় লেখা রয়েছে লরেন্স বিষ্ণয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও 'খারাপ' হবে। 

আবারও হুমকি পেলেন বলিউড অভিনেতা সলমন খান। হুমকি বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 'ঘনিষ্ঠ' বলে দাবি করেছেন। সূত্র জানিয়েছে যে মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা আসে। যাতে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের দীর্ঘদিনের শত্রুতা 'শেষ' করতে অভিনেতার কাছ থেকে  ৫ কোটি টাকা দাবি করা হয়েছে।

যে ব্যক্তি এই বার্তা পাঠিয়েছেন তিনি নিজেকে  লরেন্স গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন। পাশাপাশি হুমকি বার্তায় অভিনেতাকে সতর্ক করে বলা হয়েছে যদি টাকা না দেওয়া হয় তবে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।

ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে আসা ওই বার্তায় দাবি করা হয়েছে " এই বার্তাকে কোনভাবেই হালকাভাবে নিবেন না, সলমান খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণয়ের সঙ্গে তার 'শত্রুতা' অবসান করতে চান, তাহলে তাকে ৫ কোটি টাকা  দিতে হবে।" টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। মুম্বই পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্ত শুরু করেছে।

ফের নক্ষত্রপতন, না ফেরার দেশে সত্যজিতের 'প্রতিদ্বন্দ্বী' অভিনেতা দেবরাজ রায়

বাবা সিদ্দিকী হত্যার পর হুমকি!
সলমন খান এমন এক সময়ে এই হুমকি পেয়েছেন  যখন সম্প্রতি দশেরার দিনে, অভিনেতার 'ঘনিষ্ঠ' বন্ধু এবং প্রবীণ এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দায় স্বীকার করে। এবার সলমন খানকে দেওয়া এই  হুমকির পর পুলিশ মহলে তোলপাড় পড়ে গিয়েছে।

সালমান খানকে দেওয়া হয়েছে Y+ নিরাপত্তা
উল্লেখ্য, সম্প্রতি সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অভিনেতাকে এখন Y+ নিরাপত্তা দেওয়া  হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ২৫ জন নিরাপত্তাকর্মী। থাকবেন NSG কমান্ডো। এছাড়া দুই থেকে তিনটি গাড়ি তাদের সঙ্গে থাকবে, যার মধ্যে একটি বুলেট প্রুফ গাড়িও থাকবে।

salman khan
Advertisment