Hathras Stampede Case: 'সৎসঙ্গ' অনুষ্ঠানে পদপিষ্ট, ১২১ জনের মৃত্যুতে 'ভোলে বাবা'কে ক্লিনচিট

Hathras Stampede Case: গত বছর হাথরাসে সৎসঙ্গের সময় যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার সেই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়।

Hathras Stampede Case: গত বছর হাথরাসে সৎসঙ্গের সময় যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার সেই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Hathras Stampede Case

'সৎসঙ্গ' অনুষ্ঠানে পদপিষ্ট, ১২১ জনের মৃত্যুতে 'ভোলে বাবা'কে ক্লিনচিট Photograph: (ফাইল চিত্র)

Hathras Stampede Case: হাথরাসে ১২১ জনের মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টে 'ভোলে বাবাকে' ক্লিন চিট। 

Advertisment

গত বছর হাথরাসে সৎসঙ্গের সময় যে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে বৃহস্পতিবার সেই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত রিপোর্ট  বিধানসভায় পেশ করা হয়। দুর্ঘটনায় মোট ১২১ জনের মৃত্যু হয়।  সূত্রের খবর, বৃহস্পতিবার মন্ত্রিসভার সামনে কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টটি সংসদে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। SIT-এর মতো, বিচার বিভাগীয় কমিশনও ভোলে বাবাকে ক্লিন চিট দিয়েছে।

সূত্রের খবর, এই ঘটনার জন্য পুলিশি অবহেলাকেই দায়ি করেছে তদন্ত কমিশন। রিপোর্টে দুর্ঘটনায় আয়োজকদের ত্রুটির উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কমিশন বেশ কিছু পরামর্শও দিয়েছে। তদন্তের পর, কমিশন পরামর্শ দিয়েছে যে পুলিশ কর্মকর্তাদের এই ধরণের  প্রতিটি অনুষ্ঠানস্থল ব্যক্তিগতভাবে পরিদর্শন করা উচিত।

Advertisment

FBI-ডিরেক্টরের দায়িত্ব নিয়েই বিরাট হুঙ্কার কাশের, চমকে উঠল তামাম বিশ্ব

কমিশন তাদের পরামর্শে জানিয়েছে এই জাতীয় অনুষ্ঠানের অনুমতির শর্তগুলি কঠোরভাবে মেনে চলা উচিত আয়োজকদের। যাতে এই ধরনের ঘটনা রোধ করা যায়। ৩ জুলাই, উত্তরপ্রদেশ সরকার হাথরস ট্র্যাজেডি এবং পদপিষ্টের ঘটনায় এক অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারকের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করে। দুর্ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে। 

Hathrash