Kash Patel: FBI-ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্যাটেল। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় এফবিআইতে বড়সড় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদন পেয়ে FBI-ডিরেক্টর হলেন কাশ।
আমেরিকার গোয়েন্দা সংস্থা 'ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন' অর্থাৎ এফবিআই-এর ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেট তার নিয়োগের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়। সিনেটের অনুমোদনের পরপরই, তিনি এই নতুন দায়িত্বের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি তিনি এক হুঙ্কার ছুঁড়ে বলেন, যারা মার্কিনীদের ক্ষতি করতে চায়, আমরা তাদের কাউকেই রেয়াত করব না' ।
কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ লিখেছেন, 'এফবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমার উপর অটল আস্থা ও সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডিকে ধন্যবাদ। এফবিআই ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য স্পষ্ট, সাধারণ মানুষের এফবিআইয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনা'।
কাশ প্যাটেল লিখেছেন, 'আমরা এমন ভাবে এফবিআই পুনর্গঠন করব যার জন্য প্রতিটি আমেরিকান গর্ব করতে পারেন।' যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তারা এখনই সতর্ক হোন। কারণ তারা পৃথিবীর যে কোণেই থাকুক না কেন আমরা তাদের কোন ভাবেই রেয়াত করব না"।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প এফবিআই ডিরেক্টর পদের জন্য কাশ প্যাটেলের নাম সামনে আনেন । বৃহস্পতিবার, সিনেটের ১০০ জন মেম্বারের মধ্যে ৫১ জন কাশের সমর্থনে ভোট দেন, যেখানে ৪৯ জন এমপি বিরোধিতা করেন। কাশ প্যাটেল একজন রিপাবলিকান হওয়া সত্ত্বেও, কিছু রিপাবলিকান তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।