UP Hathras Stampede Updates: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনায় উত্তরপ্রদেশ সরকার ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিশনের নেতৃত্বে থাকবেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) ব্রজেশ কুমার শ্রীবাস্তব। কমিশনকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এবং সরকারের কাছে রিপোর্ট জমা দিতে হবে।
এদিকে হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে দুর্ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার ৬ সৎসঙ্গ সংগঠককে গ্রেফতার করেছে। আলিগড়ের আইজি শালভ মাথুর বলেছেন, "এই ঘটনায় চারজন পুরুষ ও দু'জন মহিলা সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই আয়োজক কমিটির সদস্য। তিনি আরও বলেন, প্রধান সেবাদার দেবপ্রকাশ মধুকরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
মঙ্গলবার হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মহিলা-শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে দেড়শো'র বেশি মানুষ। ঘটনার জেরে তড়িঘড়ি 'অ্যাকশনে' যোগী প্রশাসন। প্রধান স্বেচ্ছাসেবক দেবপ্রকাশ মধুকর এবং অন্যান্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় একটি এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন : < Mukul Roy: বাড়িতে পড়ে গিয়ে অজ্ঞান, মুকুল রায়কে ভর্তি করানো হল হাসপাতালে, এখন কেমন আছেন? >
এফআইআর অনুসারে আয়োজকরা ৮০,০০০ লোকের জমায়েতের জন্য অনুমতি চাইলেও সেই ধর্মীয় অনুষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন। আয়োজকদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগও আনা হয়েছে।