অর্ধেক আকাশ হিসেবে নিজেদের অধিকারের লড়াই এখনও জারি। অন্যদিকে এই মেয়ে একাই কব্জা করে নিল আকাশটাকে। দেশের প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়র নিযুক্ত হলেন চণ্ডীগড়ের হিনা জয়সওয়াল। তিনি বিমানবাহিনীর ইলাহাঙ্কা স্টেশনের ১১২ হেলিকপ্টার ইউনিটের কার্যক্রমে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিই (ব্যাচেলর অব এঞ্জিনিয়রিং) পাশ করে ২০১৫ সালের ৫ জানুয়ারি ভারতীয় বায়ুসেনায় যোগ দেন হিনা। এর আগে তিনি ফায়ারিং টিমের প্রধান ও ব্যাটারি কমান্ডার হিসাবে কাজ করেছেন। ফ্লাইট ইঞ্জিনিয়র বিভাগে নিযুক্ত হলেন ২০১৯ -এর ১৫ ফেব্রুয়ারি।
![]()
আরও পড়ুন, দীর্ঘ লড়াই শেষে দেশের প্রথম জাতধর্ম-মুক্ত পরিচয় পেল আইনি স্বীকৃতি
পিআইবি সূত্রে জানা গিয়েছে ছোট থেকে সেনার পোশাকে আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন হিনা। হিনার বাবা ডি কে জয়সওয়াল আর মা অনিতা জয়সওয়াল মেয়ের এই সাফল্যে উচ্ছসিত। আপাতত হেলিকপ্টার ইউনিটের দায়িত্বে রয়েছেন বাবা-মায়ের এক মাত্র সন্তান হিনা।
প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে মহিলাদের জন্য দরজা খুলে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।